আজ সুপ্রিম কোর্টে আরজি কর কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলার শুনানি

স্বরাষ্ট্র মন্ত্রক, রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে অসহযোগিতার অভিযোগ এনেছে, সে ব্যাপারেও সওয়াল-জবাব চলবে।

September 9, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি: ফাইল চিত্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ সুপ্রিম কোর্টে আরজি কর কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলার শুনানি হবে। দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের এজলাসে শুনানি হবে। তদন্তের স্টেটাস রিপোর্ট জমা দেবে সিবিআই। ১৪ আগস্ট মধ্যরাতে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তাণ্ডব-ভাঙচুরের তদন্ত কতদূর এগিয়েছে, তা রাজ্য সরকার তথা পুলিশকে জানাতে হবে।

স্বরাষ্ট্র মন্ত্রক, রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে অসহযোগিতার অভিযোগ এনেছে, সে ব্যাপারেও সওয়াল-জবাব চলবে। ৩৭ পাতার আবেদনপত্রে স্বরাষ্ট্র মন্ত্রক আদালতে জানিয়েছে, দুই কোম্পানি সিআইএসএফ জওয়ানদের জন্য উপযুক্ত থাকার ব্যবস্থা চাই। ৫৪ জন মহিলা সদস্যদের জন্য আলাদা ব্যবস্থা করার কথাও বলা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen