গ্লোবাল ওয়ার্মিংয়ের জেরে বাড়ছে হার্ট অ্যাটাক? কী বলছে গবেষণা?

বিশ্ব উষ্ণায়নের জেরে ক্রমশ জলবায়ুর বদল হচ্ছে।

October 11, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
গ্লোবাল ওয়ার্মিংয়ের জেরে বাড়ছে হার্ট অ্যাটাক?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিশ্ব উষ্ণায়নের জেরে ক্রমশ জলবায়ুর বদল হচ্ছে। আগামীতে যে হারে তাপমাত্রা বৃদ্ধি পাবে, তা মানুষের সহনশীলতার সীমাও ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এর কারণে, ভারত, পাকিস্তানের মতো উন্নয়নশীল দেশে হার্ট অ্যাটাক, হিট স্ট্রোকের সংখ্যা বাড়বে। প্রসেডিং অব ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্স শীর্ষক এক গবেষণাপত্রে এমনই সতর্কবার্তা দেওয়া হয়েছে।

পেন স্টেট কলেজ অব হেলথ অ্যান্ড হিউমান ডেভেলপমেন্ট, পার্দু কলেজ অব সায়েন্স এবং পার্দু ইন্সটিটিউট ফর এ সাসটেনেবল ফিউচার গবেষণাপত্রটি প্রকাশ করেছে। তাতে দাবি করা হয়েছে, পৃথিবীর উষ্ণতা ১.৫ ডিগ্রি বৃদ্ধি পেলে, তা সাধারণ মানুষের সহ্যের সীমা অতিক্রম করবে। আর ২ ডিগ্রি তাপমাত্রা বাড়লে পাকিস্তান, ভারত ও পূর্ব চীনের মানুষদের বিপদ বাড়বে। আফ্রিকার প্রায় ৮০ কোটি বাসিন্দা বিপাকে পড়তে পারেন বলেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে রিপোর্টে। ভারতের মতো এমন অনেক দেশেই আম জনতা এসি বা এয়ারকুলারের ব্যবস্থা করতে পারবে না। এই জন্য ঝুঁকির সম্ভাবনা প্রবল বলেই মত গবেষকদের। উন্নত দেশগুলিতে নাগরিকদের উষ্ণতা মোকাবিলা করার সামর্থ্য থাকায়, সে’সব দেশে এ ধরনের বিপদের আশঙ্কা তুলনায় কম বলেই দাবি করছেন গবেষকরা

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen