আপনার পছন্দের টলি তারকাদের কার পারিশ্রমিক কত? সুলুক সন্ধানে দৃষ্টিভঙ্গি

সম্প্রতি বাঙালি দর্শকদের কাছে আলাদাভাবে ভালো লাগার জায়গা করে নিয়েছে বাংলা সিনেমাগুলি।

May 12, 2023 | 3 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সম্প্রতি বাঙালি দর্শকদের কাছে আলাদাভাবে ভালো লাগার জায়গা করে নিয়েছে বাংলা সিনেমাগুলি। এর মধ্যে অনেক নায়ক আছেন যাদের সিনেমা মুক্তির সঙ্গে সঙ্গে প্রেক্ষাগৃহ কাঁপিয়েছে। সেইসঙ্গে বলিউড সিনেমার অভিনেতাদের সাথে পাল্লা বাড়িয়ে বেড়েছে টলিউড নায়কদের পারিশ্রমিকও।

এক নজরে দেখে নেওয়া যাক সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া টলিউড অভিনেতা কারা?

প্রসেনজিৎ চ্যাটার্জী (Prasenjit Chatterjee) :

প্রসেনজিৎ চ্যাটার্জী (Prasenjit Chatterjee)

প্রসেনজিৎ চ্যাটার্জী, ওরফে বুম্বা দা, টলি ইন্ডাস্ট্রিতে প্রথম সারির জনপ্রিয় অভিনেতা। যার অভিনয় দর্শকদের মাত করিয়ে দেয়। শোনা যায়, এখন তাঁর পারিশ্রমিক ছবি পিছু ৯০ লক্ষ টাকা থেকে ২ কোটি টাকা।

দেব (Dev) :

দেব (Dev)

ভারতের বাংলা চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্র দীপক অধিকারী ওরফে দেব। তিনি তাঁর অভিনয়ের দক্ষতায় আট থেকে আশি সকলের মনের মাঝে জায়গা করে নিয়েছেন। তাঁর নিজস্ব প্রযোজনা সংস্থা আছে। সূত্রের খবর, ছবি পিছু দেবের এখন পারিশ্রমিক ২ থেকে ৪ কোটি টাকা।

জিৎ (Jeet) :

জিৎ (Jeet)

বর্তমানে বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা জিৎ। দেবের মত তাঁরও নিজস্ব প্রযোজনা সংস্থা আছে। শোনা যায়, ছবি পিছু জিতের এখন পারিশ্রমিক ২-৫ কোটি টাকা।

মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) :

মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)

বলিউড থেকে টলিউড, দুই ইন্ডাস্ট্রির জনপ্রিয় সুপারস্টার মিঠুন। ছবি পিছু তিনি এখন পারিশ্রমিক নেন ৩০ লক্ষ টাকা বলে শোনা যায়।

যিশু সেনগুপ্ত (Jishu Sengupta) :

যিশু সেনগুপ্ত (Jishu Sengupta)

টলিউড থেকে বলিউড এবং দক্ষিণী ছবিতেও দাপিয়ে বেড়াচ্ছেন যিশু সেনগুপ্ত। শোনা যায়, টলিউডে এখন তিনি ছবি প্রতি পারিশ্রমিক নেন ৩০-৪০ লক্ষ টাকা ।

আবির চ্যাটার্জী (Abir Chatterjee) :

আবির চ্যাটার্জী (Abir Chatterjee)

টলিউডের সেরা অভিনেতাদের মধ্যে প্রথম সারিতে রয়েছেন আবির। শোনা যায়, এখন তাঁর পারিশ্রমিক ৪০-৬০ লক্ষ টাকা।

অঙ্কুশ হাজরা (Ankush Hazra) :

অঙ্কুশ হাজরা (Ankush Hazra)

নিজস্ব দক্ষতায় নায়কের পাশাপাশি তিনি একজন সফল সঞ্চালকও। শোনা যায়, বর্তমানে অঙ্কুশের পারিশ্রমিক ৬০-৭০ লক্ষ টাকা।

পরমব্রত চ্যাটার্জী (Parambrata Chatterjee) :

পরমব্রত চ্যাটার্জী (Parambrata Chatterjee)

টলিউডের সেরা অভিনেতাদের মধ্যে অন্যতম পরমব্রত। শোনা যায়, ছবি পিছু তাঁর উপার্জন ২০-৪০ লক্ষ টাকা।

সোহম চক্রবর্তী (Soham Chakraborty) :

সোহম চক্রবর্তী (Soham Chakraborty)

শিশু শিল্পী হিসেবে অভিনয় জগতে পা রেখেছিলেন সোহম। এরপর টলিউডে নায়ক হিসেবে তিনি এন্ট্রি নেন। শোনা যায়, ছবি পিছু তাঁর উপার্জন ৩০-৪০ লক্ষ টাকা।

বিক্রম চ্যাটার্জী (Vikram Chatterjee) :

বিক্রম চ্যাটার্জী (Vikram Chatterjee)

বাংলা সিরিয়াল থেকে বাংলা সিনেমা, এমনকি ওটিটি মাধ্যমেরও জনপ্রিয় নায়ক বিক্রম। শোনা যায়, এখন প্রতি ছবির জন্য তাঁর পারিশ্রমিক ১০-২০ লক্ষ টাকা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen