Himachal Bus Landslide: বিলাসপুরে ভূমিধসে মৃত কমপক্ষে ১৫, আটকে বহু যাত্রী

October 7, 2025 | < 1 min read

Authored By:

Saikat Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৪১: হিমাচল প্রদেশের বিলাসপুর জেলায় ভয়াবহ ভূমিধস। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৫ জন। শুক্রবার সকালে মরোতন থেকে ঘুমারভি যাওয়ার পথে সন্তোষী নামে একটি বেসরকারি বাসের উপর পাহাড় ধসে পড়ে। ঘটনাস্থল ছিল ভল্লু সেতুর কাছে, শুক্র খাড নদীর তীরে বারঠী এলাকায়। ভূমিধসের ফলে বাসের ছাদ ছিন্ন হয়ে নদীর ধারে ছিটকে পড়ে, আর পুরো বাস চাপা পড়ে যায় পাহাড়ি মাটির নিচে। চাপা পড়ে আছে বহু যাত্রী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাহাড়ি এলাকায় প্রবল বৃষ্টির জেরে ভূমিধসের আশঙ্কা আগেই ছিল। মঙ্গলবার সকালে বিলাসপুর জেলার একটি ব্যস্ত রাস্তায় হঠাৎই পাহাড় ধসে পড়ে একটি বাসের উপর। বাসটি তখন যাত্রী নিয়ে চলছিল। মুহূর্তের মধ্যে বাসটি মাটির নিচে চাপা পড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল, পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। চলছে উদ্ধারকাজ, তবে আবহাওয়া ও দুর্গম এলাকা হওয়ায় তা ব্যাহত হচ্ছে। এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, তবে বাসে থাকা অন্যান্য যাত্রীদের খোঁজে তল্লাশি চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen