দুবরাজপুরে চলছে দেড়শো বছরের প্রাচীন ব্রহ্মাপুজো, কীভাবে শুরু হয়েছিল প্রজাপতির আরাধনা?

গ্রামবাসীরা তারপর থেকে প্রতি বছর বুদ্ধপূর্ণিমার দিনে ব্রহ্মার পুজোর করার কথা স্থির করেন।

May 24, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দাসপুর-২ ব্লকের দুবরাজপুরে শুরু হল দেড়শো বছরের বেশি পুরনো ব্রহ্মাপুজো। শোনা যায়, ওই গ্রামে প্রায় ১৭৭ বছর আগে বুদ্ধপূর্ণিমার দিনে হঠাৎ করে আকাশ থেকে একটি অগ্নিপিণ্ড মাটিতে পড়েছিল। অগ্নিপিণ্ডটি একের পর একটি বাড়ির চালে লাফিয়ে লাফিয়ে যেতে শুরু করে। বেশিরভাগ বাড়িতে খড় বা তালপাতার ছাউনি ছিল। অগ্নিপিণ্ডটি বাড়ির চালের উপর দিয়ে যাওয়ায় গ্রামের ২০-২৫টি বাড়ি ছাই হয়ে যায়। গ্রামবাসীরা তারপর থেকে প্রতি বছর বুদ্ধপূর্ণিমার দিনে ব্রহ্মার পুজোর করার কথা স্থির করেন।

গ্রামের বাসিন্দারা নিরবচ্ছিন্নভাবে গ্রামে ব্রহ্মাপুজো করে যাচ্ছেন। দুবরাজপুরে চার মস্তকের ব্রহ্মার পাশে সরস্বতী মতান্তরে গায়েত্রীর মূর্তিও থাকে। নিয়ম রয়েছে পূজার থেকে ভূজা বেশি যেন না হয়। অনাড়ম্বরভাবেই পুজোর আয়োজন হয়। ব্রহ্মার কাছে মানত করে কেউ নিরাশ হন না। পুজো তিন দিন ধরে চলে, পুজোর প্রথমদিন অর্থাৎ বুদ্ধপূর্ণিমার দিন মানতের পুজো সম্পন্ন হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen