রাজপথেই রুপোলি পর্দার ইতিহাস! সাধারণতন্ত্র দিবসে প্রথমবার সিনেমার বিশেষ ট্যাবলো

January 23, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৪০: ভারতীয় বিনোদুনিয়ায় তৈরি হতে চলেছে এক ঐতিহাসিক মুহূর্ত। রুপোলি পর্দা ছেড়ে এবার রাজপথেই বিশেষ সম্মান পাচ্ছে ভারতীয় চলচ্চিত্র। আসন্ন ২৬ জানুয়ারি, সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে ভারতীয় সিনেমাকে কেন্দ্র করে প্রদর্শিত হতে চলেছে একটি বিশেষ ট্যাবলো—যা এই প্রথমবারের মতো এমন সম্মান পেল ভারতীয় চলচ্চিত্র জগৎ।

সূত্রের খবর, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক এই ঐতিহাসিক উদ্যোগের দায়িত্ব দিয়েছে বলিউডের স্বনামধন্য পরিচালক সঞ্জয় লীলা বনশালি-কে। তাঁর শৈল্পিক দৃষ্টিভঙ্গি ও সিনেম্যাটিক নান্দনিকতার ছোঁয়াতেই এই বিশেষ ট্যাবলো নতুন মাত্রা পাবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

জানা যাচ্ছে, দিল্লির কর্তব্য পথে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে এই ট্যাবলো প্রদর্শিত হবে। যদিও বিষয়টি নিয়ে এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি বনশালি, তবে ইন্ডাস্ট্রির অন্দরমহলে এই খবর ঘিরে প্রবল উত্তেজনা ও আলোচনা চলছে।

ভারতীয় চলচ্চিত্রে সঞ্জয় লীলা বনশালির অবদান আলাদা করে বলার অপেক্ষা রাখে না। ‘হাম দিল দে চুকে সনম’, ‘দেবদাস’, ‘বাজিরাও মাস্তানি’, ‘পদ্মাবত’, ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র মতো ছবির মাধ্যমে তিনি ভারতীয় সিনেমাকে দিয়েছেন এক আলাদা ভিজ্যুয়াল ভাষা ও শৈল্পিক পরিচয়। সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর নতুন ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’। তার মাঝেই এমন ঐতিহাসিক দায়িত্ব পাওয়া নিঃসন্দেহে তাঁর কেরিয়ারে আরও এক গর্বের পালক।

সব মিলিয়ে বলা যায়— এবার শুধু পর্দায় নয়, জাতির রাজপথেই উদযাপিত হবে ভারতীয় সিনেমার গৌরব।

সাধারণতন্ত্র দিবস ২০২৬ হয়ে উঠতে চলেছে ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের এক স্মরণীয় অধ্যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen