নরবলি দিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল ঘুঁটেবাজার শ্মশানকালীর? জানুন ইতিহাস

৯১৬ খ্রিস্টাব্দে এই মন্দিরের প্রতিষ্ঠা হয়।

August 25, 2023 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi
নরবলি দিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল ঘুঁটেবাজার শ্মশানকালীর?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: হুগলির প্রাচীন কালী মন্দির ঘুঁটিয়াবাজার শ্মশান কালী। দেবী ঘোর কৃষ্ণ বর্ণের। চতুর্ভূজা দক্ষিণা কালী। মায়ের দান হাত দুটি বরাভয় মুদ্রায় ও বাম হাত দুটিতে খঙ্গ ও কাটামুণ্ডু।

৯১৬ খ্রিস্টাব্দে এই মন্দিরের প্রতিষ্ঠা হয়। মাকালী এখানে পঞ্চ মুন্ডির আসনে অধিষ্ঠিত।

শোনা যায়, গঙ্গোপাধ্যায় পরিবারের সদস্যরা আজ‌ও এই দেবীর পুজো করে আসছেন। কথিত আছে, যিনি মায়ের প্রতিষ্ঠা করেছিলেন তিনি নাকি নরবলি দিতেন।

জনশ্রুতি, ভোররাতে এই দেবী মন্দির থেকে বেরিয়ে গঙ্গাস্নানে যান। দীপান্বিতা অমাবস্যায় বার্ষিক পুজো অনুষ্ঠিত হয়।

দীপান্বিতা অমাবস্যা, ফলহারিণী কালীপুজো সহ বিশেষ তিথিগুলোতে মহাসমারোহে মাকালীর পুজো হয়।

ভক্তদের বিশ্বাস, এই মাকালী খুবই জাগ্রতা। এখানকার পুজোর রীতি হল কালীপুজোর রাতে মন্দির সংলগ্ন পথে সারা রাত ধুনী জ্বলে, যতক্ষণ পুজো চলে সেই ধুনী নেভানো হয় না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen