রংপোয় ভয়াবহ দুর্ঘটনা, তিস্তায় পড়ে গেল যাত্রিবাহী বাস
দুর্ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল।
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভয়াবহ দুর্ঘটনা ১০ নম্বর জাতীয় সড়কে। শনিবার দুপুরে পশ্চিমবঙ্গ এবং সিকিম সীমানায় রংপোর কাছে খাদে উলটে পড়ে যায় একটি যাত্রীবাহী বাস। শিলিগুড়ি থেকে গ্যাংটকের দিকে যাচ্ছিল বাসটি। দুর্ঘটনায় কমপক্ষে চার জনের মৃত্যু হয়েছে বলে খবর। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। বাসের মধ্যে থেকে আহত যাত্রীদের বার করে আনার কাজ শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, শনিবার দুপুর নাগাদ শিলিগুড়ি থেকে যাত্রী নিয়ে একটি বাস গ্যাংটক যাচ্ছিল। পশ্চিমবঙ্গ এবং সিকিম সীমান্তে রংপোর কাছে আচমকাই বাসটি খাদে পড়ে যায়। রাস্তা থেকে সোজা তিস্তায় পড়ে বাসটি। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সিকিম এবং কালিম্পং পুলিশ। উদ্ধারকারী দলের সদস্যেরা বাসের মধ্যে থেকে যাত্রীদের বার করে আনার কাজ শুরু করেছেন। বাসে পর্যটকদের থাকার সম্ভাবনাও রয়েছে।