আগামীকাল Housefull 5 ট্রেলার লঞ্চ, কতটা উৎসাহিত আপনারা?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:০০: হাউসফুল ৫ হল হাউসফুল ফ্র্যাঞ্চাইজির পঞ্চম সিনেমা যা ২০২৫ সালের ৬ জুন মুক্তি পাবে। এটি পরিচালনা করেছেন তরুণ মনসুখানি এবং প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা। এই ফ্রাঞ্চাইজির ৫টিতেই অক্ষয় কুমার,রিতেশ দেশমুখ ও চাঙ্কি পান্ডে অভিনয় করেছেন।
হাউসফুল ফ্র্যাঞ্চাইজির সব সিনেমাই পুরোপুরি কমেডি। ৬ জুন ২০২৫ মুক্তি পাচ্ছে হাউসফুল ৫। জানা যাচ্ছে একটি ক্রূজকে ঘিরে মূলত সিনেমা। অভিনয়ে করছেন অক্ষয় কুমার, নানা পাটেকর, রঞ্জিত, চাঙ্কি পান্ডে, রীতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, জ্যাকলিন ফার্নান্ডেজ , শ্রেয়স তালপাড়ে এবং নার্গিস ফাখরি। হাউসফুল ৫-র ট্রেলার আসছে আগামীকাল। সিনেমাপ্রেমীরা যথেষ্ট উৎসাহিত হাউসফুল ৫ নিয়ে।
দেখে নিন হাউসফুল ফ্র্যাঞ্চাইজির সব সিনেমার মুক্তির দিন:
১) হাউসফুল: ৩০শে এপ্রিল, ২০১০
২) হাউসফুল ২: ৫ই এপ্রিল, ২০১২
৩) হাউসফুল ৩: ৩রা জুন, ২০১৬
৪) হাউসফুল ৪: ২৫শে অক্টোবর, ২০১৯
৫) হাউসফুল ৫: ৬ই জুন, ২০২৫