দুর্গাপুজোয় জঞ্জালের পাহাড়! উৎসবের ক’দিনে কত আবর্জনা তৈরি হল শহরে?

পুরসভার হিসাব অনুযায়ী, এ বছর মহালয়া থেকে দশমী পর্যন্ত মোট ১১ দিনে ৫২ হাজার ৮০০ মেট্রিক টন অতিরিক্ত জঞ্জাল সংগ্রহ হয়েছে

November 5, 2024 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কলকাতায় দৈনিক গড়ে প্রায় তিন হাজার ৮০০ মেট্রিক টন আবর্জনা তৈরি হয়। এবার দুর্গাপুজোর সময়, বর্জ্যের পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। পুরসভার হিসাব অনুযায়ী, এ বছর মহালয়া থেকে দশমী পর্যন্ত মোট ১১ দিনে ৫২ হাজার ৮০০ মেট্রিক টন অতিরিক্ত জঞ্জাল সংগ্রহ হয়েছে। ধাপার স্বাভাবিক জঞ্জাল ধারণ ক্ষমতা অতিক্রম করে গিয়েছে!

উৎসবের মরশুমে মানুষ দেদার খানাপিনা করে। স্থায়ী-অস্থায়ী দোকান থেকে পসরা বিক্রি হয়। উৎসবের সময় ঠাকুর দেখতে বা জিনিসপত্র কিনতে বাইরের মানুষ শহরে পা রাখেন। ভিড় বাড়ে। অতিরিক্ত আবর্জনা জমে। এবার বাড়তি কর্মী নামিয়েছিল পুরসভা। প্রতিদিন দু’দফায় সাফাই কাজও হয়েছে। বিভিন্ন মণ্ডপ চত্বরে সর্বক্ষণের সাফাইকর্মী রাখা হয়েছিল। ফি দিন প্রায় ১৮ শতাংশের বেশি বাড়তি বর্জ্য সংগ্রহ হয়েছে। প্রায় চার হাজার ৭০০ মেট্রিক টন অতিরিক্ত জঞ্জাল প্রতিদিন উঠেছে।

ধাপায় চালু হয়েছে পুনর্নবীকরণযোগ্য বর্জ্যর প্রক্রিয়াকরণ ইউনিট। তারপরও সব অপচনশীল বর্জ্য পুনরায় ব্যবহারযোগ্য করে কাজে লাগানো যাচ্ছে না। জঞ্জাল পৃথকীকরণ ব্যবস্থা চালুর পর অচনশীল বা প্লাস্টিক বর্জ্য অনেক জড়ো হয়েছে, সব প্রসেসিং করা সম্ভব হয়নি। সেগুলি পড়ে থাকছে ধাপায়। পুজোর ক’দিন বাড়তি আবর্জনা ফেলতে হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen