বিশ্বজয়ের পর কত টাকা পুরস্কার পেল হারমনপ্রীতরা? সংখ্যাটা শুনলে চমকে যাবেন আপনিও!

November 3, 2025 | < 1 min read

Authored By:

Ritam Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১২:১৫: অবশেষে অপেক্ষার অবসান! মহিলা ক্রিকেটে নতুন ইতিহাস গড়ে তুলেছে টিম ইন্ডিয়া। হারমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারতীয় মহিলা দল প্রথমবারের মতো জয় করল আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপ ২০২৫। নবি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে তারা ছুঁয়ে ফেলল ক্রিকেট ইতিহাসের স্বপ্নের শিখর।

এই ঐতিহাসিক সাফল্যের পর ভারতীয় দলকে পুরস্কৃত করছে শুধু আইসিসি নয়, বিসিসিআই-ও। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) বিশ্বকাপজয়ী দল হিসেবে ভারতকে দিয়েছে ৪.৪৮ মিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩৯.৭৮ কোটি টাকা। এই অর্থ নারী ক্রিকেট ইতিহাসে সর্বাধিক পুরস্কার হিসেবে নথিভুক্ত হলো। এবারের টুর্নামেন্টের মোট পুরস্কার তহবিল ছিল ১৩.৮৮ মিলিয়ন ডলার (₹১২৩ কোটি), যা ২০২২ সালের তুলনায় প্রায় ৩০০% বেশি।

শুধু তাই নয়, এই জয় উদ্‌যাপনে বিসিসিআই ঘোষণা করেছে আরও ₹৫১ কোটি টাকার বিশেষ পুরস্কার। এই অর্থ যাবে পুরো ভারতীয় দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সাপোর্ট টিমের সদস্যদের মধ্যে। অর্থাৎ, আইসিসি ও বিসিসিআই মিলে মোট পুরস্কার দাঁড়াচ্ছে প্রায় ৯০ কোটি টাকায় যা ভারতীয় মহিলা ক্রীড়ার বিভাগের ইতিহাসে নজিরবিহীন।

রানার্স-আপ দক্ষিণ আফ্রিকা পেয়েছে ১৯.৮৮ কোটি, আর দুই সেমিফাইনালিস্ট অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড প্রত্যেকে ৯.৯৪ কোটি করে। প্রতিটি দল পায় অংশগ্রহণ ফি হিসেবে USD ২.৫ লক্ষ, আর গ্রুপ পর্বের প্রতিটি জয়ের জন্য অতিরিক্ত USD ৩৪,৩১৪।

এই জয় শুধু এক কাপ জেতার গল্প নয় — এটি ভারতীয় নারীদের আত্মবিশ্বাস ও দৃঢ়তার প্রতীক। এই ৯০ কোটি টাকার পুরস্কার জয় অনুপ্রেরণা দেবে আগামীর প্রজন্মকে, যাতে আরও বেশি বেশি করে মহিলারা মাঠ মুখী হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen