রাজধানীতে বড়সড় নাশকতার ছক! পুলিশি তৎপরতায় উদ্ধার বিপুল RDX
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৩০: রাজধানীর বুকে ফের বড়সড় নাশকতার ছক বানচাল করল দিল্লি পুলিশ (Delhi Police)। লালকেল্লার ধাঁচে গাড়িবোমা বিস্ফোরণের পরিকল্পনা ছিল জঙ্গিদের। জনবহুল এলাকায় ধারাবাহিক বিস্ফোরণ ঘটিয়ে ব্যাপক প্রাণহানির ছক কষেছিল তারা। কিন্তু শেষমেশ নিরাপত্তারক্ষীদের তৎপরতায় সেই ষড়যন্ত্র ভেস্তে গেল। গোবিন্দপুরী মেট্রো স্টেশনের কাছে একটি সন্দেহভাজন গাড়ি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে দুই সন্দেহভাজন জেহাদিকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল ১১টা নাগাদ গোবিন্দপুরী মেট্রো স্টেশনের কাছে একটি সাদা রঙের মহিন্দ্রা থার গাড়ি ঘিরে সন্দেহ তৈরি হয়। বাসস্ট্যান্ডের পাশে দাঁড়িয়ে থাকা গাড়িটিতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণ RDX, নগদ এক কোটি টাকা, একটি আগ্নেয়াস্ত্র এবং চারটি মোবাইল ফোন। গ্রেপ্তার করা হয় গাড়িতে থাকা দুই ব্যক্তিকে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, রাজধানীর বিভিন্ন জনবহুল এলাকায় ধারাবাহিক বিস্ফোরণের ছক ছিল তাদের।
তদন্তকারীদের অনুমান, লালকেল্লার ধারে যেভাবে অতীতে গাড়িবোমা বিস্ফোরণ ঘটানো হয়েছিল, সেই একই কায়দায় বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল এবারও। ফলে প্রশ্ন উঠছে-এই একটি গাড়িই কি ছিল, নাকি রাজধানীর বুকে আরও বিস্ফোরক ভর্তি গাড়ি লুকিয়ে রয়েছে? পুলিশ জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।
লালকেল্লার (Red Fort) বিস্ফোরণের ঘটনার পর থেকেই রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। চলছে ব্যাপক ধরপাকড়। সেই অভিযানের মধ্যেই নজরে আসে এই সন্দেহভাজন গাড়িটি। পুলিশের দাবি, সময়মতো পদক্ষেপ না নিলে বড়সড় বিপর্যয় ঘটতে পারত।