ঘুঘু চড়ছে নন্দীগ্রামে শুভেন্দুর স্বাস্থ্য শিবিরে, চিকিৎসা পেতে ‘সেবাশ্রয়’তে মানুষের ঢল
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:১৫: নন্দীগ্রামে ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে অভিষেকের সেবাশ্রয়ে মানুষের ঢল নেমেছে। উপচে পড়ছে ভিড়।
কিন্তু একেবারে উল্টো চেহারা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর স্বাস্থ্য শিবিরে, কার্যত জনমানবহীন।
চেয়ার আছে, রয়েছে স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় সরঞ্জাম। কিন্তু মানুষের দেখা নেই শুভেন্দু অধিকারীর স্বাস্থ্য শিবিরে। বিধানসভা ভোটের আগে এহেন ছবি রাজ্য রাজনীতির অঙ্ক পাল্টে দিতে পারে, এমনই মত রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের।
গত ১৫ জানুয়ারি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নন্দীগ্রাম বিধানসভার ২ টি ব্লকে ১৫ দিনের সেবাশ্রয় ক্যাম্প শুরু হয়েছে। নন্দীগ্রাম ১ ব্লকের নন্দীগ্রাম বাইপাস সংলগ্ন মাঠে ও নন্দীগ্রাম ২ ব্লকের খোদামবাড়ি হাইস্কুল পার্শ্বস্থ মাঠে সেবাশ্রয় ক্যাম্প চলছে।
প্রথম দিন থেকে ক্যাম্পে মানুষের ভিড় নজর কেড়েছে। স্বাস্থ্য শিবিরে প্রায় ১৫ টি বিভাগে চিকিৎসা করা হচ্ছে। চারদিনে নন্দীগ্রামের কয়েক হাজার মানুষ স্বাস্থ্য পরিষেবা পেয়ে আপ্লুত। রবিবার সেবাশ্রয়ের দুই শিবিরে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাল্টা কর্মসূচি নিতে নন্দীগ্রামে মনোহরপুরে ইয়ংস্টার ক্লাবের মাঠে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর উদ্যোগে বিজেপির স্বাস্থ্য পরীক্ষা শিবির শুরু হয়েছে। কার্যত জনমানুষ শূন্য বিজেপির স্বাস্থ্য পরীক্ষা শিবির। ফাঁকা চেয়ারের ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রশ্ন উঠছে, তৃণমূল সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরের জন্য বিজেপির স্বাস্থ্য পরীক্ষা শিবির থেকে মুখ ফিরিয়েছে নন্দীগ্রামবাসী?