বুধবার বড় ধস নামল শেয়ার বাজারে, একধাক্কায় অনেকটা নেমে গেল সেনসেক্স-নিফটি

সোমবারও হিরো মোটেরকর্পের শেয়ার দরে ব্যাপক পতন হয়েছিল।

August 2, 2023 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi
বুধবার বড় ধস নামল শেয়ার বাজারে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বুধবার আচমকাই শেয়ারবাজারে ব্যপক ধস নামল। বড় ক্ষতির মুখে পড়তে হল শেয়ার বাজারকে। বেলা যত গড়িয়েছে সেই পতন ক্রমেই তীব্রতর হয়েছে। দুপুরে একটা সময় মঙ্গলবারের তুলনায় ১০০০ পয়েন্টের বেশি পিছিয়ে ছিল সেনসেক্স। শেষ দিকে কিছুটা সামাল দিয়ে ৬৭৬.৫৩ পয়েন্ট নেমে ৬৫৭৮২.৭৮ পয়েন্টে থামল সেনসেক্স। মঙ্গলবারের থেকে ২০৭ পয়েন্ট নেমে ১৯৫২৬.৫৫ পয়েন্টে শেষ করল নিফটি।

প্রসঙ্গত, সোমবারও হিরো মোটেরকর্পের শেয়ার দরে ব্যাপক পতন হয়েছিল। এদিনও ইতিমধ্যে প্রায় আড়াই শতাংশ দর কমেছে। কারণ হিরো সংস্থার কর্ণধার পবন মুঞ্জালের বাড়িতে ইডি হানার খবর ছড়িয়ে পড়ে। পাশাপাশি টাটা স্টিলের শেয়ারও মুখ থুবড়ে পড়েছে। ওই সংস্থার শেয়ার দরও আড়াই শতাংশের বেশি কমেছে।

সেক্টরগুলির মধ্যে এ দিন বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (এনএসই) সব সেক্টরই ক্ষতির মুখে পড়েছে। বিএসইতে সর্বাধিক ক্ষতির মুখে পড়েছে মেটাল, ইউটিলিটি, পাওয়ার, টেলিকম। দুই শতাংশেরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই সেক্টরগুলি। এনএসইতে সর্বাধিক ক্ষতির মুখে পড়েছে সরকারি ব্যাঙ্ক, ক্ষতির পরিমাণ ২.৬১ শতাংশ। এনএসইতে ক্ষতির তালিকায় সরকারি ব্যাঙ্কের পরে রয়েছে মেটাল, অটো।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen