ভয়ঙ্কর খাদ্য সংকটের মুখে আফগানিস্তান, সন্তানকে বিক্রি করল মা

দারিদ্র্য, অনাহার আর দীর্ঘদিন ধরে চলা যুদ্ধ

January 30, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

দারিদ্র্য, অনাহার আর দীর্ঘদিন ধরে চলা যুদ্ধ। সব মিলিয়ে আফগানিস্তানবাসীর অনটন এখন চূড়ান্ত আকার নিয়েছে। অবস্থা এতটাই সঙ্গীন যে দেশের মানুষকে নিজেদের সন্তান বিক্রি করে দিতে হচ্ছে। কখনও বা নিজেদের অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রি করে অর্থ সংস্থানের চেষ্টা করছেন তালিবান শাসিত আফগান মানুষ। রাষ্ট্রসঙ্ঘের বিশ্ব ফুড ফোরাম (ডব্লিউএফপি)-এর প্রধান ডেভিড বেসলি জানান, তাঁরা সমীক্ষায় জেনেছেন, চরম খাদ্যসঙ্কটে ভুগছে আফগানিস্তান। আর এর পিছনে রয়েছে খরা, করোনা মহামারী, আর্থিক সঙ্কট এবং দীর্ঘদিন ধরে চলা যুদ্ধ। বেসলি জানান, দেশের প্রায় ২ লক্ষ ৪০ হাজার মানুষ অপুষ্টিতে ভুগছেন। পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে আগামী দিনে দেশের ৯৭ শতাংশ মানুষই দারিদ্র্যসীমার নীচে চলে যাবেন। বেসলির কথায়, ‘আফগানিস্তান ইতিমধ্যেই বিশ্বের দরিদ্র দেশগুলির মধ্যে নীচের দিকে রয়েছে। গত ২০ বছর ধরে তালিবানের সঙ্গে লড়াইয়ে দেশ আর্থিক সঙ্কটের মুখোমুখি।’ 

সম্প্রতি এক আফগান মহিলার সঙ্গে কথা বলেছিলেন বেসলি। সেই মহিলাই জানান, অবস্থাপন্ন এক পরিবারের কাছে তিনি মেয়েকে বিক্রি করে দিয়েছেন। সেরকমই কেউ কেউ অঙ্গ বিক্রি করেও টাকার জোগাড় করছেন বলে জানা গিয়েছে। আফগানিস্তানের এই ভয়ানক সঙ্কটের মোকাবিলায় বিশ্বের ধনী ব্যক্তিদের সাহায্যের জন্যও আহ্বান জানিয়েছেন। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen