মতুয়াদের জন্য ঠাকুরবাড়িতে SIR-র বিরোধিতায় অনশনে দাদা, উদ্বেগে হৃদরোগে মৃত্যু ভাইয়ের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:২৩: SIR-র বিরোধিতায় ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে অনশন করছেন মতুয়ারা। অনশনে বসেছেন দাদা, সেই দুশ্চিন্তায় হৃদরোগ আক্রান্ত হয়ে ভাইয়ের মৃত্যু হল। জানা যাচ্ছে, মৃতের নাম প্রফুল্ল মণ্ডল। তিনি নদিয়ার বাসিন্দা। তাঁর দাদা নিতাই মণ্ডল অনশনে অংশগ্রহণ করেছেন। আজ, রবিবার অনশনে যোগ দেওয়া নিতাই মণ্ডলকে বনগাঁ হাসপাতালে ভর্তি করা হয়। বুকে ব্যথা সহ একাধিক উপসর্গ রয়েছে তাঁর। হাসপাতাল সূত্র জানা গিয়েছে, নিতাই মণ্ডলের চিকিৎসা চলছে। তাঁর পরিবারে অঘটন ঘটল। দাদার চিন্তায় ভাইয়ের মৃত্যুর ঘটনায় তাঁর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের অনশন পঞ্চম দিনে পড়ল। এখনও পর্যন্ত মোট ৯ জন অসুস্থ হয়েছেন। প্রত্যেকের চিকিৎসা চলছে। সংগঠনের প্রধান তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর জানিয়েছেন, SIR আতঙ্কে মানুষের মৃত্যু সহ মতুয়াদের অনশন নিয়ে বিন্দুমাত্র হেলদোল নেই নির্বাচন কমিশনের। তাঁর অভিযোগ, শান্তনু ঠাকুর ও বিজেপি শাসিত কেন্দ্র সরকার চাইছে মতুয়ারা ধ্বংস হয়ে যাক, তা কার্যকর করতে চাইছে নির্বাচন কমিশন।
SIR-র ফলে রাজ্যের প্রায় ২ কোটি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর। তিনি বলেছিলেন, দেখা যাবে বাদ যাওয়াদের তালিকার ৯৫ শতাংশই মতুয়া। বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে গত ৫ নভেম্বর থেকে আমরণ অনশন শুরু করেন তাঁরা। বিশেষ কাজে বাইরে ছিলেন বলে ভার্চুয়ালি অনশনের সূচনা করেন মমতা ঠাকুর। জানা যাচ্ছে, আগামীকাল অর্থাৎ সোমবার থেকে অনশন মঞ্চে যোগ দেবেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ।