ভারতরত্ন লতাজির দেওয়া স্নেহের উপহার আমৃত্যু আঁকড়ে থাকব: মমতা

মহারাষ্ট্রের মারাঠি পরিবারে জন্ম নিলেও বাংলার সঙ্গে লতাজির একটা আত্মিক সম্পর্ক ছিল।

February 7, 2022 | 2 min read
Published by: Drishti Bhongi

বসন্ত আসার আগেই থমকে গেল কোকিলেন কণ্ঠ! আবাহনের পরের দিন যেন সঙ্গীতের দেবী মা সরস্বতীর বিসর্জন! প্রয়াত সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। সকালে খবরটা পাওয়া মাত্রই ভারাক্রান্ত হল মন। ভেসে উঠল একের পর এক সুখস্মৃতি। সঙ্গে একটা আক্ষেপ! দেশের এই প্রবাদপ্রতিম শিল্পী রাজি হয়েছিলেন কলকাতায় এসে রাজ্য সরকারের ‘শ্রেষ্ঠ সম্মান’ নিতে। আমার সঙ্গে তা নিয়ে টেলিফোনে বেশ কয়েকবার কথাও হয়েছিল। এইচএমভি’র কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা রাজ্য সরকারের হয়ে দৌত্য সারছিলেন। কিন্তু লতাজির শারীরিক অসুস্থতার কারণে বাতিল হয়ে যায় সে পরিকল্পনা। ২০১১ সালে যখন বাংলার মানুষের রায়ে ৩৪ বছরের জগদ্দল পাথরটাকে সরিয়ে ক্ষমতায় এসেছিলাম, সেবার ফোন করে অভিনন্দন জানিয়েছিলেন ‘লিভিং লেজেন্ড’। একেবারেই অপ্রত্যাশিত। অবাক হয়ে গিয়েছিলাম। খুব খুশি হয়েছিলেন তিনি। মানুষের জন্য কাজ করার প্রেরণা দিয়েছিলেন। আশীর্বাদ করে পাঠিয়েছিলেন উপহার। উপহার আমি নিই না। কিন্তু মা কালীর মুখাবয়ব খচিত সেই ‘লকেট’টা আমৃত্যু আঁকড়ে রাখব। সে যে ভারতরত্ন লতাজির স্নেহের উপহার।


মহারাষ্ট্রের মারাঠি পরিবারে জন্ম নিলেও বাংলার সঙ্গে লতাজির একটা আত্মিক সম্পর্ক ছিল। তাঁর দীর্ঘ সঙ্গীত জীবনের একটা বড় অংশজুড়ে ছিল বাংলা। হেমন্ত মুখোপাধ্যায়, সলিল চৌধুরী, গৌরীপ্রসন্ন মজুমদার, শিবদাস বন্দ্যোপাধ্যায়, নচিকেতা ঘোষ, পুলক বন্দ্যোপাধ্যায়ের মতো বাঙালি ব্যক্তিত্ব জড়িয়ে তাঁর সঙ্গীত জীবনের সঙ্গে। বললে বোধহয় ভুল হবে না, বাংলার সুরের ভাণ্ডার থেকে যে রত্ন তিনি কুড়িয়েছিলেন, তা শোভা  পেয়েছে সর্বভারতীয় ক্ষেত্রে হিন্দি গানেও। ১৯৫৬ সালে হেমন্ত মুখোপাধ্যায়ের হাত ধরেই বাংলা সঙ্গীত জগতে প্রবেশ করেছিলেন এই সুরসম্রাজ্ঞী। এরপর একে একে ‘রঙ্গিলা বাঁশিতে’, ‘যা রে উড়ে যা পাখি’, ‘না যেও না..’, ‘ওগো আর কিছু তো নয়…’—একের পর এক কালজয়ী গান। বাংলার সঙ্গে তাঁর নিবিড় সম্পর্কের প্রমাণ তিনি দিয়েছেন রবীন্দ্র সঙ্গীত গেয়ে। শ্রীমান পৃথ্বীরাজ সিনেমায় ‘সখী ভাবনা কাহারে বলে’… যখনই শুনি মন ভরে যায়। ‘আকাশ প্রদীপ জ্বলে….’ গানটা আমার খুব প্রিয়। এখনও সময় পেলে সিন্থেসাইজার নিয়ে বসি, বাজাই ওই গানটা। অটুট ভালোবাসার কারণেই নয় নয় করে ১৮৫টা গান তিনি রেখে গিয়েছেন বাংলা ভাষায়। থেকে যাবে সেই গান, সুর, আর কণ্ঠ। চিরন্তন… লতা মঙ্গেশকর। সুরলোকে ভালো থাকুন লতা তাই! 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen