ভারতেই খেলতে হবে বিশ্বকাপ, বাংলাদেশকে চূড়ান্ত সময়সীমা দিল ICC
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:২২: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) কেন্দ্র বদল নিয়ে বাংলাদেশের দাবি খারিজ করে দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (ICC)। বুধবার আইসিসির বোর্ড মিটিংয়ে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, পূর্বনির্ধারিত সূচি মেনে ভারতেই এসে বিশ্বকাপ খেলতে হবে বাংলাদেশকে। অন্যথায় তাদের বাদ দিয়ে বিকল্প দলকে সুযোগ দেওয়া হবে। চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (BCB) বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।
বুধবারের ভার্চুয়াল বৈঠকে আইসিসি স্পষ্ট করে দিয়েছে যে, বিশ্বকাপের সূচিতে কোনও পরিবর্তন করা সম্ভব নয়। বিসিবির দাবি ছিল, নিরাপত্তা ও রাজনৈতিক কারণে ভারতের পরিবর্তে তাদের ম্যাচগুলি শ্রীলঙ্কায় (Sri Lanka) আয়োজন করা হোক। কিন্তু আইসিসির তরফে ব্যাখ্যা দেওয়া হয়, সমীক্ষা অনুযায়ী ভারতে বাংলাদেশ (Bangladesh) দলের নিরাপত্তা নিয়ে কোনও বিশ্বাসযোগ্য হুমকি নেই। বিসিবি কর্তা, সমর্থক বা সাংবাদিকদেরও কোনও সমস্যায় পড়তে হবে না। এ ছাড়া, শেষ মুহূর্তে সূচি পরিবর্তন করলে ভবিষ্যতে খারাপ উদাহরণ তৈরি হবে এবং টুর্নামেন্টের মান ও সততা ক্ষুণ্ণ হবে।
আইসিসির এই ব্যাখ্যার পরেও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম নিজেদের অবস্থানে অনড় থাকেন। ফলে বিষয়টি নিয়ে শেষ পর্যন্ত ভোটাভুটির সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্রের খবর, ভোটাভুটিতে অধিকাংশ সদস্যই বাংলাদেশের বিপক্ষে ভোট দেন। ফলে ম্যাচ সরানোর দাবি ধোপে টেকেনি।
আইসিসির তরফে কড়া বার্তা দিয়ে বলা হয়েছে, নির্ধারিত সূচি মেনে বাংলাদেশ যদি ভারতে দল না পাঠায়, তবে অন্য কোনও দেশকে বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়া হবে। ক্রিকেট ওয়েবসাইট ‘ক্রিকইনফো’র প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে এক দিনের মধ্যে বিসিবিকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে। বাংলাদেশ সরে দাঁড়ালে ক্রমতালিকার ভিত্তিতে স্কটল্যান্ড বিশ্বকাপে খেলার সুযোগ পেতে পারে, যদিও এ বিষয়ে এখনও সরকারি ঘোষণা হয়নি।
উল্লেখ্য, আইপিএল থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) বাদ দেওয়াকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। এরপরই বাংলাদেশ ভারতে খেলতে আপত্তি জানায়। তারা গ্রুপ ‘সি’ (যেখানে ওয়েস্ট ইন্ডিজ, ইটালি, ইংল্যান্ড ও নেপাল আছে এবং খেলাগুলি কলকাতা ও মুম্বইয়ে হওয়ার কথা) থেকে সরে গ্রুপ ‘বি’-তে যাওয়ার প্রস্তাব দিয়েছিল। সেক্ষেত্রে আয়ারল্যান্ডকে গ্রুপ ‘সি’-তে আনার প্রস্তাব দেওয়া হয়, কারণ গ্রুপ ‘বি’-র সব খেলা শ্রীলঙ্কায়। কিন্তু আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড এবং আইসিসি কেউই এই প্রস্তাবে রাজি হয়নি।