বাংলাদেশের ভাগ্য নির্ধারণে ICC, বিশ্বকাপে ভারতে না এলে নির্বাসনের আশঙ্কা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৩০: আসন্ন ফেব্রুয়ারি-মার্চে ভারতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup)। কিন্তু পরিস্থিতি যে দিকে এগিয়ে যাচ্ছে তাতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইউনুস সরকারের (yunus government) চাপ এবং নিরাপত্তার কারণ দেখিয়ে বিসিবি (BCB) আইসিসিকে সাফ জানিয়ে দিয়েছে যে, তারা ভারতে খেলতে আসবে না। কলকাতা নাইট রাইডার্স (KKR) থেকে মুস্তাফিজুর রহমানকে সরিয়ে দেওয়ার পর বিতর্ক আরও দানা বেঁধেছে। এমতাবস্থায় আইসিসি চেয়ারম্যান জয় শাহর নেতৃত্বাধীন বোর্ড বাংলাদেশের বিরুদ্ধে কী পদক্ষেপ নেয়, তার ওপর নির্ভর করছে দলটির ভবিষ্যৎ।
পরিস্থিতি পর্যালোচনায় তিনটি সম্ভাব্য চিত্র উঠে আসছে। আইসিসি যদি নমনীয় হয়, তবে ভারতের সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচগুলি স্থানান্তরিত হতে পারে, যদিও জয় শাহর নেতৃত্বাধীন আইসিসি এখনও সরকারিভাবে কোনো আশ্বাস দেয়নি। কিন্তু বিসিবি যদি নিজেদের অবস্থানে অনড় থাকে এবং ভেন্যু পরিবর্তন না হয়, তবে বাংলাদেশ বড় ক্ষতির মুখে পড়বে।
ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজ, ইটালি ও ইংল্যান্ড এবং ওয়াংখেড়েতে নেপালের বিরুদ্ধে ম্যাচগুলোতে বাংলাদেশ মাঠে না নামলে প্রতিপক্ষকে জয়ী ঘোষণা করা হবে, যেমন ২০০৩ বিশ্বকাপে জিম্বাবোয়েতে খেলতে না গিয়ে ইংল্যান্ড পয়েন্ট হারিয়েছিল। সবচেয়ে কঠোর পদক্ষেপ হিসেবে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া বা নির্বাসিত করা হতে পারে, আর সেই ক্ষেত্রে ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের নজির মেনে স্কটল্যান্ড বা জার্সির মতো দলকে সুযোগ দেওয়া হতে পারে। আপাতত ক্রিকেট বিশ্বের নজর আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের দিকে। বাংলাদেশ কি নতিস্বীকার করবে, নাকি নির্বাসনের ঝুঁকি নেবে, তা সময়ই বলে দেবে।