Women ODI World Cup: ইতিহাস গড়েও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ উইকেটে হারতে হল হরমনপ্রীতদের

ভারত: ৩৩০/১০ (স্মৃতি ৮০, প্রতিকা ৭৫, শ্রী ৪১/৩, দিপ্তী ৫২/২)
অস্ট্রেলিয়া: ৩৩১/৭ (হিলি ১৪২, গার্ডনার ৪৫, সুথারল্যান্ড ৪০/৫, সোফিয়া ৭৫/৩)
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৪৫: বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ রানের (৩৩০)ইতিহাস গড়েও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ উইকেটে হারতে হল হরমনপ্রীত কৌরের দলকে। এই নিয়ে পর পর দুই ম্যাচে হারতে হল ভারতকে। কাজে লাগল না স্মৃতি মন্ধানার তিন বিশ্বরেকর্ডও।
রবিবার বিশাখাপত্তনমে টসে জিতে ভারতকে প্রথম ব্যাট করতে পাঠান অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি। ভারতীয় দল এদিন অপরিবর্তিত ছিল। শুরুতে সাবধানী হয়ে ব্যাট করতে থাকেন দুই ওপেনার প্রতিকা রাওয়াল ও স্মৃতি মন্ধানা। ওভারপিছু চার রান করে তুলছিলেন তাঁরা। তবে অষ্টম ওভারে গিয়ে গিয়ার বদল করে ভারত। সোফিয়ে মোলিনেয়াক্সের ওভারে ১৬ রান তুললেন ভারতীয় ওপেনাররা। সেই শুরু। এরপর রীতিমতো তাণ্ডব চালাতে থাকেন প্রতিকা এবং মন্ধানা।
এই ম্যাচ থেকে ভারতের ইতিবাচক দিক দুটি। এক, স্মৃতি মন্ধানার রানে ফেরা। দুই, বল নষ্ট না করা। তবে চিন্তা থাকল ভারতীয় দলের বোলিং এবং ফিল্ডিং নিয়ে। আগামী রবিবার আরও এক কঠিন প্রতিপক্ষ ইংল্যান্ড। সেই ম্যাচে হারলে আরও কোণঠাসা হয়ে পড়বে ভারত।
স্মৃতির ৬৬ বলে ৮০ রানের ইনিংস ম্লান হয়ে গেল অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলির ১০৭ বলে ১৪২ রানের ইনিংসের কাছে। ২১টি চার, ৩টি ছক্কা রয়েছে হিলির ইনিংসে। ১২০টি এক দিনের ম্যাচ খেলা ৩৫ বছরের হিলি তাঁর যাবতীয় অভিজ্ঞতা কাজে লাগিয়ে ম্যাচ বার করলেন।
হিলিকে শুরুতে সঙ্গত দেন ফোব লিচফিল্ড (৪০)। তিনি আউট হওয়ার পর অস্ট্রেলিয়া ধাক্কা খায় চোটের জন্য এলিস পেরি উঠে যাওয়ায়। যদিও তিনি আবার পরে ব্যাট করতে নামেন। পেরি উঠে যাওয়ার পর দু’ওভারে ফিরে যান বেথ মুনি (৪) এবং অ্যানাবেল সাদারল্যান্ড (০)। বিশেষ করে মুনির ফিরে যাওয়াটা অস্ট্রেলিয়ার কাছে বিরাট ধাক্কা ছিল। কিন্তু একা হিলিই জিতে দিলেন অস্ট্রেলিয়াকে। সঙ্গে ছিলেন অ্যাশলে গার্ডনার। ২৭.১ ওভারে অস্ট্রেলিয়া ৩ উইকেট হারিয়ে যখন ১৭০ রান তুলে সমস্যায়, সেখান থেকে ম্যাচ ঘোরান হিলি এবং গার্ডনার।