ICC WWC India vs South Africa: ফাইনালের আগে টিকিট বিতর্ক! ক্ষোভে ফুঁসছে সমর্থকরা

November 1, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:১৫: রবিবার মহিলাদের ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা—এই রোমাঞ্চকর লড়াই ঘিরে গোটা দেশ এখন উত্তেজনায় টগবগ করছে। কিন্তু সেই উন্মাদনার মাঝেই সমর্থকদের মুখে একটাই প্রশ্ন—ফাইনালের টিকিট কোথায়?

টুর্নামেন্টের অফিসিয়াল টিকিটিং ওয়েবসাইটে এখনও পর্যন্ত ফাইনালের টিকিট বিক্রি শুরু হয়নি। ফলে যাঁরা সরাসরি মাঠে বসে ভারতের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চেয়েছিলেন, তাঁরা কার্যত অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে প্রবল ক্ষোভ প্রকাশ করছেন নেটিজেনরা। অনেকেই লিখেছেন, “এত বড় আন্তর্জাতিক ইভেন্টে এমন বিশৃঙ্খলা অগ্রহণযোগ্য।” কেউ কেউ প্রশ্ন তুলেছেন, “তাহলে কি এখনো টিকিট ছাপাই হয়নি?”

বিসিসিআই ও আইসিসি–র প্রতি ক্ষোভ ঝরছে সমর্থকদের পোস্টে। তাঁদের বক্তব্য, ২০২৩ সালের পুরুষদের ওয়ানডে বিশ্বকাপের সময়ও একই অব্যবস্থা দেখা গিয়েছিল—শেষ মুহূর্তে টিকিট প্রকাশ করে দর্শকদের বিভ্রান্তির মুখে ফেলা হয়েছিল।

অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের অবিশ্বাস্য সেমিফাইনাল জয় আরও বাড়িয়ে দিয়েছে ফাইনালের টিকিটের চাহিদা। জেমাইমা রদ্রিগেজের অনবদ্য ১২৭ ও অধিনায়ক হরমনপ্রীত কৌরের ৮৯ রানে ৩৩৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করে ৫ উইকেটে জয় পেয়েছে ভারত। সেই ঐতিহাসিক লড়াইয়ের পর দেশের কোটি কোটি মানুষ চাইছেন মাঠে বসে ইতিহাস গড়ার সাক্ষী হতে।

কিন্তু টিকিট বিক্রিতে বিলম্বে এখন ধোঁয়াশা তৈরি হয়েছে। ক্রিকেটপ্রেমীদের আশঙ্কা, শেষ মুহূর্তে টিকিট প্রকাশ করলে আবারও বিশৃঙ্খলা দেখা দিতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen