‘লাভ জিহাদ’ করলে বিষ খাইয়ে দিন – নিদান BJP বিধায়কের, মামলা দায়ের

October 6, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৮:৩০: ‘লাভ জিহাদ’ প্রসঙ্গে উস্কানিমূলক মন্তব্য করে ফের বিতর্কের কেন্দ্রে উঠে এলেন তেলঙ্গানার গোশামহল কেন্দ্রের বিধায়ক টি. রাজা সিং (T Raja Singh)। মধ্যপ্রদেশে দশেরা (Dusshera) উপলক্ষে আয়োজিত এক জনসভায় তিনি বলেন, “যদি কোনও হিন্দু মেয়ে লাভ জিহাদের শিকার হয় এবং ধর্মান্তর গ্রহণে অস্বীকৃতি জানায়, তাহলে তাকে বিষ খাওয়ানো উচিত।” এই বক্তব্যের ভিডিও প্রকাশ্যে আসতেই দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে।

সভায় উপস্থিত প্রায় ১,১০০ যুবককে ‘হিন্দু যুব বাহিনী’-তে অন্তর্ভুক্ত করা হয় এবং তাঁদের হাতে প্রতীকী তরোয়াল তুলে দেওয়া হয়। মঞ্চে ‘জয় শ্রীরাম’ ধ্বনির মধ্যেই রাজা সিংয়ের বক্তব্য ঘৃণা ছড়ানোর অভিযোগে অভিযুক্ত হয়। শালিবন্দা থানায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু হয়েছে ভারতীয় দণ্ডবিধি ও তথ্যপ্রযুক্তি আইনের একাধিক ধারায়।

রাজা সিংয়ের অতীতেও রয়েছে বিতর্কিত মন্তব্যের ইতিহাস। ২০২২ সালে ইসলাম ধর্ম ও নবী মহম্মদ সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জেরে তাঁকে গ্রেপ্তার করে হায়দ্রাবাদ পুলিশ। সেই সময় শহরজুড়ে ছড়িয়ে পড়ে তীব্র প্রতিবাদ। পরে বিজেপি (BJP) তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করলেও নির্বাচনের আগে সেই স্থগিতাদেশ প্রত্যাহার করে।

২০২০ সালে ফেসবুক তাঁকে ‘বিপজ্জনক ব্যক্তি’ হিসেবে চিহ্নিত করে স্থায়ীভাবে নিষিদ্ধ করে। এছাড়া, গোয়া সফরে খ্রিস্টান সম্প্রদায়ের উদ্দেশে বিতর্কিত মন্তব্য এবং বাংলাদেশের পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

২০১৪ সাল থেকে টানা তিনবার গোশামহল কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন রাজা সিং। তবে বিজেপি নেতৃত্বের সঙ্গে তাঁর সম্পর্ক বারবার টানাপোড়েনের মধ্যে দিয়ে গেছে। চলতি বছরের জুন মাসে রাজ্য সভাপতি পদে এন. রামচন্দর রাওয়ের নিয়োগের পর তিনি দল ছাড়ার ঘোষণা দেন এবং প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন।

এই ঘটনার পর রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, একজন নির্বাচিত জনপ্রতিনিধি কি এভাবে ঘৃণা ছড়াতে পারেন? বিরোধী দলগুলি তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen