‘মানুষ সুযোগ দিলে প্রতিবছর নন্দীগ্রামে সেবাশ্রয় হবে’, শুভেন্দুগড়ে দাঁড়িয়ে বড় ঘোষণা অভিষেকের

January 15, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:০৫:  একাধারে বিরোধী দলনেতার ‘গড়’ ও অন্যদিকে নির্বাচন কমিশন, বৃহস্পতিবার নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে দুই মেরুকেই তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই সঙ্গে নন্দীগ্রামবাসীর উদ্দেশে তাঁর বড় ঘোষণা, মানুষ যদি সুযোগ দেয় তবে প্রতিবছর নন্দীগ্রামে ‘সেবাশ্রয়’ ক্যাম্প হবে। আগামী দিনে নন্দীগ্রামে তৃণমূল জিতলে ১৭টি অঞ্চলে এই পরিষেবামূলক ক্যাম্প করার প্রতিশ্রুতিও দেন তিনি।

বৃহস্পতিবার নন্দীগ্রামে ‘সেবাশ্রয়’ ক্যাম্পে উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক। শুরুতেই তিনি এই ক্যাম্প নিয়ে বিরোধীদের কটাক্ষের কড়া জবাব দেন। তিনি বলেন, “নন্দীগ্রামের মানুষ ফোন করে জানিয়েছিলেন। এখানে বোঝা যাচ্ছে লোক যদি এনডোর্স করে, তবে মানুষ সেবাশ্রয়ের পক্ষেই থাকবে, ডুপ্লিকেটের পক্ষে নয়।” বিরোধীদের কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তাঁর হুঙ্কার, “সেবাশ্রয় চলবে। কারও বুকের পাটা থাকলে আটকে দেখাক।”

এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম না করে তাঁকে এবং বিজেপিকে একাধিক ইস্যুতে বিদ্ধ করেন ডায়মন্ড হারবারের সাংসদ। হোর্ডিং ও ব্যানার ছেঁড়া প্রসঙ্গে তিনি বলেন, “যাঁরা এসব করছেন, এটা তাঁদের হতাশার বহিঃপ্রকাশ। আমার লোকসভা কেন্দ্রে বিরোধী দলের কেউ ক্যাম্প বা কেন্দ্র প্রকল্প করলে আমি তাঁদের রেড কার্পেট পেতে আনব।”

এরপরই গত পাঁচ বছরে নন্দীগ্রামের উন্নয়ন এবং পরিযায়ী শ্রমিক ইস্যুতে স্থানীয় বিধায়কের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন অভিষেক। কেরালায় মৃত পরিযায়ী শ্রমিক ভীম চন্দ্র বারিকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “ভীম চন্দ্র বারিককে কেরালায় ধাক্কা দিয়ে মারা হয়েছে, তাঁর মৃতদেহটুকুও আনার ব্যবস্থা করেননি স্থানীয় জনপ্রতিনিধি। যাঁরা হিন্দু ধর্মের ঠিকাদার বলে দাবি করেন, তাঁরা কি খোঁজ নিয়েছেন? যে আট জন মারা গেছেন, তাঁদের মধ্যে ছয় জনই হিন্দু। বিজেপির কোনও প্রতিনিধি কি তাঁদের বাড়ি গিয়েছেন?” তাঁর দাবি, মানুষের বিপদে তৃণমূল ছাড়া কেউ পাশে দাঁড়ায়নি।

এদিন অভিষেকের নিশানায় ছিল জাতীয় নির্বাচন কমিশনও। ভোটার তালিকা সংশোধন ও নাম বাদ দেওয়া নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন তিনি। ‘SIR’-এর নতুন ব্যাখ্যা দিয়ে অভিষেক বলেন, “SIR মানে সাইলেন্ট ইনভিজিবল রিগিং (Silent Invisible Rigging)। ভোটের চুরি ইভিএমে নয়, হচ্ছে ভোটার লিস্টে।” বাঁকুড়ায় ১০ হাজার এবং মালদায় ৯০ হাজার ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’র অভিযোগ তুলে তিনি কমিশনকে ‘বিজেপির সহকারী সংস্থা’ বলে কটাক্ষ করেন। তিনি হুঁশিয়ারি দেন, হুইল চেয়ারে চলা বৃদ্ধদের হয়রান করা এবং BLO-দের মৃত্যুর দায় কমিশন এড়াতে পারে না। লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট জনসমক্ষে না আনা হলে গণআন্দোলনের ডাক দেন তিনি।

বিজেপিকে ‘বাংলা বিরোধী’ তকমা দিয়ে অভিষেক প্রশ্ন তোলেন, “বাংলার জন্য মাইক্রো অবজারভার, লজিক্যাল ডিসক্রিপেন্সি। গুজরাট বা উত্তরপ্রদেশের জন্য নয় কেন?” সেবাশ্রয়ের ওষুধ নিয়ে বিজেপির কটাক্ষের জবাবে তিনি বলেন, “যারা বলছে সেবাশ্রয়ের ওষুধ খেলে মাথার প্রবলেম হবে, সেই বিজেপি নেতাদের অনুরোধ করব, আপনারাও আসুন মাথাটা দেখিয়ে যান। কোনও ওষুধ খেতে হবে না।”

আসন্ন বিধানসভা নির্বাচনে ‘টার্গেট ২৯৪’-এর ডাক দিয়ে তৃণমূল সেনাপতি স্পষ্ট জানান, “যেহেতু এখানে (নন্দীগ্রামে) তৃণমূল সাংসদ বা বিধায়ক নেই, তাই দায়িত্ব অনেক বেশি। মানুষ যদি জেতায়, তবে অঞ্চলে অঞ্চলে মডেল ক্যাম্প হবে। আমাদের লক্ষ্য ২৯৪ আসনে জয়।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen