রাষ্ট্রনেতা উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যাচার করলে দেশের অকল্যাণ হয়: তৃণমূল

কেন্দ্রীয় রিপোর্ট বলছে পশ্চিমবঙ্গেই মহিলারা সব থেকে সুরক্ষিত।

December 26, 2020 | 2 min read
Published by: Drishti Bhongi

দিল্লির নেতাদের ভ্রমণ পিপাসু পর্যটক বলে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar)। তৃণমূল ভবনে (Trinamool Bhawan) সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “কৃষকের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের দমন-পীড়ন নীতির নিন্দা করছে তৃণমূল কংগ্রেস। বাংলায় পর্যটকরা এসে বাংলার মনিীষীদের অপমান করছেন। সম্প্রতি দিল্লি থেকে আসা ভ্রমণ পিপাসু পর্যটকরা রবীন্দ্রনাথের আসনে গিয়ে বসলেন। আমরা এর তীব্র বিরোধীতা করছি। পর্যটকদের সুরক্ষার জন্যে বিশ্বভারতীর ঘন্টাঘর ভেঙে দেওয়া হয়েছে”।

প্রতীচী বিতর্ক নিয়েও বলতে শোনা যায় এদিন সাংসদকে। তিনি বলেন, “অমর্ত্য সেনকেও উদ্দেশ্য প্রনোদিতভাবে আক্রমণ করা হচ্ছে। কারণ তিনি মানুষের হয়ে কথা বলেন”।

দেখে নেওয়া যাক সাংবাদিক সম্মেলনে এদিন আর কি কি বললেন সাংসদঃ

• বাংলার মানুষের কোন চাহিদা আর নেই রাজ্য সরকারের কাছে। মমতা বন্দ্যোপাধ্যায় সব কাজই করে দিয়েছেন প্রায়।
• দুয়ারে সরকারের মতো প্রকল্প পৃথিবীর কোথাও নেই। প্রত্যন্ত গ্রামের এক পক্ষাঘাতগ্রস্থ মহিলার বাড়ি গিয়ে সরকারি আধিকারিকরা স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে এসেছেন।
• সুষ্ট প্রশাসন কাকে বলে তা মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন। ৮,৭০০ কোটি টাকার কাজ হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প থেকে।
• রাষ্ট্রনেতা যদি উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যাচার করেন তাহলে দেশের অকল্যাণ হয়। দেশ যে হার্মাদ বাহিনীর আস্তানা হয়ে উঠেছে তা উত্তরপ্রদেশ দেখলেই বোঝা যায়।‘
• কেন্দ্রীয় রিপোর্ট বলছে পশ্চিমবঙ্গেই মহিলারা সব থেকে সুরক্ষিত। কিন্তু বিজেপির মহিলা নেতৃত্বও এ নিয়ে মিথ্যাচার করছে।
• ৬৫ টি মহিলা থানা তৈরির লক্ষমাত্রায় ৪৮ টি ইতিমধ্যেই হয়ে গেছে। কলকাতাতেই রয়েছে তার মধ্যে ৮ টি থানা।
• দেশে লক্ষ লক্ষ ঘটনা এখনো বিচারের অভাবে পড়ে রয়েছে। বাংলায় ৮৮ টি ফাস্ট ট্র্যাক কোর্ট রয়েছে।
• কিছুদিন আগেও উত্তরপ্রদেশে একজন দলিত জল নিতে যাওয়ায় তাকে খুন করে দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থানে এরকম ঘটনা হামেশাই ঘটছে। পশ্চিমবঙ্গে মহিলারা, আদিবাসীরা সুরক্ষিত।
• বর্তমান প্রতিটি নির্বাচনে ভারতীয় জনতা পার্টির ভোট সুয়িং কমেছে। মহারাষ্ট্রে কমেছে ৮ শতাংশ, হরিয়ানায় ২১ শতাংশ, ঝাড়খন্ডে ২১ শতাংশ, দিল্লিতে ১৬ শতাংশ, বিহারে ১২ শতাংশ। সব জায়গায় যা ভবিষ্যৎবাণী করেছেন তা ভুল প্রমাণিত হয়েছে। এখানেও যে ২০০ আসন পাওয়ার গল্প দেওয়া হয়েছে সেটাও ভুল প্রমাণিত হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen