Bijaya Dashami 2025: বাবুঘাটে শুরু বিসর্জন, দশমীর বেলায় বৃষ্টির মাঝেই কৈলাশযাত্রা উমার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:০০: “মা আসছে” থেকে “মা যাচ্ছেন” – বাঙালির আবেগে আজ যোগ হল সেই ‘Bittersweet’ ক্ষণ। দশমীর দুপুরে নিয়ম মেনে শুরু হয়ে গেল বাবুঘাটে বিসর্জনের আচার। মৃণ্ময়ী দেবীকে বিদায় জানাতে ভিড় জমল ঘাটে। গঙ্গার জলের ঢেউয়ের ছন্দে প্রতিফলিত হলো বিদায়ের সুর।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মেনেই সকাল থেকেই আকাশ ঢেকেছিল কালো মেঘে। দুপুর গড়াতেই নেমে এল বৃষ্টি। যেন প্রকৃতিও মায়ের বিদায়ের সঙ্গী হয়ে পড়ল।
বৃষ্টি উপেক্ষা করে বাবুঘাটে মানুষের ঢল। সিঁদুরখেলায় রাঙা মুখে সধবা মহিলারা অশ্রুসিক্ত নয়নে ‘ঘরের মেয়ে’ উমাকে বিদায় জানালেন, সঙ্গে চলল ঢাক আর উলুধ্বনি। ভক্তরা মূর্তি কাঁধে নিয়ে এগোলেন গঙ্গার দিকে। শুরু হলো বিসর্জনের আনুষ্ঠানিকতা।
কলকাতার নানা ঘাটেও একই ছবি। আস্তে আস্তে বাড়ছে ভিড়। বাঙালির আদি উৎসব দুগ্গা পুজোর সমাপ্তি মানে আবার নতুন করে অপেক্ষা। মুখে মুখে চলবে আগামী বছরের দিনগোনা – কবে আসবে মা!