মালদহে বিভাজনকে হাতিয়ার করে তৃণমূলকে আক্রমণ মোদীর, পাল্টা মুর্শিদাবাদে সম্প্রীতির আস্ত্রে শান অভিষেকের

January 17, 2026 | < 1 min read

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:০০: মাঘের শীত কিন্তু রাজ্য রাজনীতির পারদ চড়ছে। রাজনীতির সুপারহিট শনিবারে মোদী আর অভিষেকের পাল্টা জবাবের সরগরম রইল বাংলা। মালদহে বন্দে ভারত স্লিপারের উদ্বোধনের পাশাপাশি সভার করেন মোদী। আজ, দুপুরে সভা থেকে তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। দিন শেষের আগেই পড়ন্ত বেলায় বহরমপুরে দাঁড়িয়ে পাল্টা দিলেন অভিষেক। সাদ বললেন, ধর্মীয় বিভাজনের রাজনীতি দিয়ে বঙ্গ জয় করা যায়নি, যাবেও না।

ছাব্বিশের বিধানসভা ভোটের আগে ধর্মীয় বিভাজনকে হাতিয়ার করছে বিজেপি। মালদহে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার উদ্বোধন করতে এসে প্রধানমন্ত্রী মোদী গলায় মিলল হিন্দুত্বের আঁচ। মালদহের মঞ্চ থেকে লাগাতার তৃণমূল সরকারের উদ্দেশ্যে একাধিক আক্রমণাত্মক মন্তব্য করেন মোদী (Narendra Modi)।

মোদী বক্তব্য তথা বিজেপি সাম্প্রদায়িক বিভাজন রাজনীতির বিরোধিতায় সুর চড়ান অভিষেক। এদিন বহরমপুরে রোড শো শেষে সভা করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখানে দাঁড়িয়ে হিন্দু-মুসলমান বিভাজনের তীব্র বিরোধিতা করেন তৃণমূলের সেনাপতি। অভিষেকের প্রশ্ন, ‘‘যে মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিরস্কার করছেন, কে বানিয়েছে? হিন্দু না মুসলমান?”

অভিষেক বলেন, ‘‘রাস্তায় বেরিয়ে জলতেষ্টা পেলে যে জল কিনে খান, জানতে চান সেই দোকান হিন্দু না মুসলমান? বাড়িতে আগুন লাগলে যে দমকল বাহিনী আসে, আগুন নিভিয়ে দেয়, জানতে চেয়েছেন তাঁরা হিন্দু না মুসলিম? আজ যে মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করে গেলেন, সেই মঞ্চটা কে বানিয়েছে? হিন্দু না মুসলমান?” বিজেপি ঘৃণা, দ্বেষ ছড়িয়ে যাবে। পাল্টা সম্প্রীতির অস্ত্রেই প্রতিরোধ গড়বে তৃণমূল। আসন্ন ভোটের আগে লড়াইয়ের সেই সুর যেন বাঁধা হয়ে গেল শনিবার থেকেই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen