উপনির্বাচনে মাদারিহাটে ১০ এবং সিতাইতে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে

উত্তরবঙ্গের মাদারিহাট এবং সিতাইয়ে বিধানসভায় উপ নির্বাচনেও থাকছে কেন্দ্রীয় বাহিনী। মাদারিহাটে ১০ কোম্পানি এবং সিতাইতে আসছে ১৫ কোম্পানি বাহিনী।

October 28, 2024 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৩ নভেম্বর রাজ্যের ছ’টি বিধানসভা আসনে উপনির্বাচন রয়েছে। নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরা, সিতাই এবং মাদারিহাট ভোট হবে ওই দিন। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রাথমিক ভাবে রাজ্যের ছ’টি বিধানসভা কেন্দ্রের প্রতিটির জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উত্তরবঙ্গের মাদারিহাট এবং সিতাইয়ে বিধানসভায় উপ নির্বাচনেও থাকছে কেন্দ্রীয় বাহিনী। মাদারিহাটে ১০ কোম্পানি এবং সিতাইতে আসছে ১৫ কোম্পানি বাহিনী। ইতিমধ্যেই দিনহাটা ও আলিপুরদুয়ারে কয়েক কোম্পানি বাহিনী চলেও এসেছে।

আলিপুরদুয়ারের পুলিস সুপার ওয়াই রঘুবংশী বলেন, মাদারিহাট বিধানসভার উপ নির্বাচনের জন্য ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। তিন কোম্পানি জেলায় এসেছে। বাকি সাত কোম্পানি এরমধ্যেই আসবে। সোমবার থেকে রুটমার্চ শুরু হবে। দিনহাটার মহকুমা পুলিস আধিকারিক ধীমান মিত্র বলেন, সিতাই বিধানসভার বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ শুরু করেছে।

আলিপুরদুয়ার জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই তিন কোম্পানি বাহিনী এসে গিয়েছে। আজ, সোমবার বাকি বাহিনীও আসছে। মাদারিহাটের বিভিন্ন স্কুলে তাঁদের রাখা হচ্ছে। আজ থেকে মাদারিহাট বিধানসভার বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ শুরু হবে। তবে ভোটের দিন আন্তর্জাতিক সীমানা সিল করা হবে কি না পুলিস এখনই স্পষ্ট করে কিছু বলতে পারেনি। ভোটের একসপ্তাহ আগে জানা যাবে বলে জেলা পুলিস সূত্রে জানা গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen