রেশন পাবেন না আয়করদাতারা, বিপুল সংখ্যক Ration Card বাতিলের পথে কেন্দ্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১৪:৩০: এবার এক লপ্তে বিপুল সংখ্যক রেশন কার্ড (Ration Card) বাতিল করতে চলেছে মোদী সরকার। সূত্রের খবর, বাতিলের প্রক্রিয়া শুরুও হয়ে গিয়েছে। মোদী সরকার সাফ জানিয়েছে, আয়করদাতারা (,) আর রেশন পাবেন না। যাঁরা আর্থিকভাবে যোগ্য নন, তাঁদের কার্ডও বাতিল হয়ে যাবে।
ইতিমধ্যেই কেন্দ্র সরকারের খাদ্য ও গণবণ্টন দপ্তর আয়কর দপ্তর ও সিবিডিটির কাছ থেকে করদাতাদের তথ্য সংগ্রহ করেছে। রেশন গ্রাহকদের তালিকার সঙ্গে করদাতাদের তালিকা মিলেয়ে দেখা হচ্ছে। একটি সূত্রের দাবি, এ পর্যন্ত সারা দেশে ১ কোটি ১৭ লক্ষ রেশন কার্ড সন্দেহভাজন হিসেবে চিহ্নিত হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রাজ্যগুলিকে সেগুলি বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা যাচ্ছে, ৯৪ লক্ষ ৭১ হাজার মানুষ আয়কর দিচ্ছেন আবার রেশন সুবিধাও ভোগ করছেন। কেন্দ্রের অনুযায়ী, ৫ লক্ষ ৩১ হাজার রেশন কার্ডের অধিকারী কোনও না কোনও সংস্থার মালিক। সড়ক ও পরিবহণ দপ্তরের তথ্য জানাচ্ছে, ১৭ লক্ষ ৫১ হাজার কার্ডধারীর গাড়ি রয়েছে। শোনা যাচ্ছে, কেবল দিল্লিতেই ৬ লক্ষ ৭২ হাজার এমন কার্ড মিলেছে, যাঁদের ব্যাংকে মোটা টাকা, জমি, উচ্চপদে চাকরি রয়েছে। তাঁরাও রেশন নিচ্ছেন! জাতীয় খাদ্য সুরক্ষা আইনে বলা হয়েছে, কেবল আর্থিকভাবে দুর্বলেরা বিনামূল্যে বা সস্তায় রেশন পাওয়ার যোগ্য। সরকারি কর্মী, গাড়ির মালিক বা করদাতারা রেশন পাওয়ার যোগ্যের তালিকায় পড়েন না। কেন্দ্রের নির্দেশ, এঁরা স্বেচ্ছায় রেশন কার্ড জমা দিক। অন্যথায় জরিমানা দিতে হবে।