IND vs ENG WWC: ইংল্যান্ডকে ৩০০ রানের নিচে আবদ্ধ করল ভারত, এবার ব্যাটিংয়ের পালা নীল ব্রিগেডের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:২৫: আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ৩০০তম ম্যাচে দুর্দান্ত শতরান করে নজর কাড়লেন ইংল্যান্ড অধিনায়িকা হেদার নাইট (Heather Knight), কিন্তু তাঁর সেই উজ্জ্বল ইনিংসও শেষ পর্যন্ত ভারতের শৃঙ্খলিত বোলিংয়ের সামনে যথেষ্ট হল না। ইন্দোরে অনুষ্ঠিত মহিলা বিশ্বকাপের গ্রুপ ম্যাচে রবিবার ইংল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে তোলে ২৮৮ রান, যেখানে ভারতের স্পিন আক্রমণের নৈপুণ্যে শেষ মুহূর্তে ধস নামে তাদের ইনিংসে।
ইংল্যান্ড টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত ব্যাটিং শুরু করে। অধিনায়িকা হেদার নাইট ৯১ বলে ১০৯ রানের দারুণ ইনিংস খেলেন, যেখানে ছিল ১৫টি চারের পাশাপাশি একটি ছয়। এটি তাঁর ওয়ানডে কেরিয়ারের তৃতীয় শতরান। ওপেনার এমি জোন্সও চমৎকার ছন্দে ব্যাট করে ৬৮ বলে ৫৬ রান যোগ করেন, মারেন ৮টি চার।
এক সময় ইংল্যান্ডের স্কোর ছিল ৪৫ ওভারে ৩ উইকেটে ২৪৯, তখন মনে হচ্ছিল তারা ৩০০ রানের গণ্ডি সহজেই টপকে যাবে। কিন্তু সেই জায়গা থেকেই ম্যাচের রাশ নিজের হাতে নেন ভারতের বোলাররা। শেষ পাঁচ ওভারে ইংল্যান্ড হারায় পাঁচটি উইকেট, মাত্র ৩৯ রান যোগ হয় স্কোরবোর্ডে।
ভারতের সিনিয়র স্পিনার দীপ্তি শর্মা অনবদ্য খেলেছেন। তিনি ৫১ রানে ৪টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন। তাঁর সঙ্গে নবীন স্পিনার শ্রী চরনীও গুরুত্বপূর্ণ ভূমিকা নেন, তুলে নেন ২ উইকেট ৬৮ রানে। শেষের দিকে দুই স্পিনারের নিখুঁত লাইন-লেংথ ও নিয়ন্ত্রিত বোলিংয়ে ইংল্যান্ড ব্যাটারদের হাত খুলতে দেননি তারা।
চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৩০০ রানের নিচে আটকে রেখে ভারত আত্মবিশ্বাসী ছন্দে প্রবেশ করেছে টুর্নামেন্টের পরবর্তী ধাপে। অন্যদিকে, নাইটের শতরান সত্ত্বেও শেষ দিকে ধস নামায় ম্যাচের গতি হারিয়ে ফেলেছে ইংল্যান্ড দল। এবার ব্যাটিংয়ের পালা ভারতের।