কোহলির শতরানেও শেষ রক্ষা হল না, ঘরের মাঠে কিউয়িদের কাছে সিরিজ হারল ভারত

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:৫৫: টেস্টের পর এবার এক দিনের সিরিজও হাতছাড়া হলো ভারতের। রবিবার ইনদওরে তৃতীয় ওয়ান ডে ম্যাচে বিরাট কোহলির দুর্দান্ত শতরান এবং হর্ষিত রানার অলরাউন্ড পারফরম্যান্স সত্ত্বেও নিউজিল্যান্ডের কাছে ৪১ রানের ব্যবধানে হার মানতে হলো টিম ইন্ডিয়াকে। এই হারের ফলে ১-২ ব্যবধানে সিরিজ জিতে ইতিহাস গড়ল কিউয়িরা। ভারতের মাটিতে এটিই নিউজিল্যান্ডের প্রথম এক দিনের সিরিজ জয়।
এদিন প্রথমে ব্যাট করে ড্যারিল মিচেলের অনবদ্য শতরানে ভর করে ৩৩৭/৮ রানের বিশাল লক্ষ্যমাত্রা খাড়া করে নিউজিল্যান্ড (New Zealand)। রান তাড়ায় নেমে ভারতীয় টপ ও মিডল অর্ডার ব্যর্থ হলেও, ৩৭ বছর বয়সী বিরাট কোহলি একাই প্রতিরোধ গড়ে তোলেন। ১০৮ বলে ১০টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১২৪ রানের লড়াকু ইনিংস খেলেন তিনি। তরুণ হর্ষিত রানাও বল হাতে ৩ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে সাহসিকতার পরিচয় দেন। কিন্তু শেষরক্ষা হয়নি, ২৯৬ রানেই অলআউট হয়ে যায় ভারত।
ভারতের হারের পেছনে অভিজ্ঞদের ব্যর্থতাকে দায়ী করা হচ্ছে। শ্রেয়স আইয়ার, কেএল রাহুল এবং রবীন্দ্র জাডেজা প্রয়োজনের সময় উইকেট ছুঁড়ে দিয়ে আসেন। বিশেষ করে জাডেজার অফ-ফর্ম এবং রোহিত শর্মার মন্থর ব্যাটিং দলের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। স্পিন বিভাগও এদিন চূড়ান্ত ব্যর্থ।
১৯৮৭ সালের পর এই প্রথম কোনও সফরকারী দল ভারতের মাটিতে একই সফরে টেস্ট এবং ওয়ান ডে, উভয় সিরিজই জয়ের নজির গড়ল। কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক শুভমন গিলের জমানার শুরুতেই এই হার ২০২৭ বিশ্বকাপের প্রস্তুতির পথে ভারতের জন্য বড় ধাক্কা বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।