বড় রানে ব্যর্থ রোহিত-বিরাট, মুম্বই টেস্টের প্রথমদিনই ৪ উইকেট খুইয়ে চাপে ভারত
নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৮২ রান করেন ড্যারিল মিচেল। ৭১ রান করেন উইল ইয়ুং।
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২৩৫ রানে গুটিয়ে গেল নিউজিল্যান্ড। ওয়াংখেড়েতে জ্বলে উঠলেন জাদেজা ও সুন্দর। তাদের স্পিনের দাপটে ভেঙে চুরমার হল কিউয়িদের প্রতিরোধ। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৮২ রান করেন ড্যারিল মিচেল। ৭১ রান করেন উইল ইয়ুং।
জাদেজা পেলেন ৫টি উইকেট, সুন্দরের শিকার ৪টি। একটি উইকেট পেয়েছেন আকাশ দীপ। রবিচন্দ্রন অশ্বিন অবশ্য কোনও উইকেট পাননি।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ব্যাট করতে নেমে ঝোড়ো রান শুরু করেছিলেন রোহিত শর্মা। কিন্তু ভারতের ২৫ রানের মাথায় আউট হলেন তিনি। ফের বড় রান অধরাই থাকল বিরাটও। ১৮ বলে ১৮ রান করে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে আউট হলেন রোহিত। প্রথম দিনের শেষে ভারতের ৮৬ রানে ৪ উইকেট পড়ে যায়। অপরাজিত রয়েছেন শূভমান গিল ও ঋষভ পন্থ। দিনের শেষে ভারত পিছিয়ে ১৪৯ রানে।