আজ থেকে শুরু IND Vs NZ টি-টোয়েন্টি সিরিজ, গিলদের হারের বদলা নিতে পারবেন সূর্য কুমাররা?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৩০: আজ কিউইদের বিরুদ্ধে কুড়ি-বিশের যুদ্ধে নামছে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটাই শেষ টি-২০ সিরিজ। ওয়ান ডে সিরিজের ব্যর্থতার কারণে চাপে গুরু গম্ভীর।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ওয়াশিংটন সুন্দর, তিলক বর্মাদের ছাড়াই খেলতে হবে সূর্যকুমার যাদবদের। অধিনায়ক সূর্যের পারফরম্যান্স একেবারে হতশ্রী, ১৯টি ম্যাচে করেছেন মাত্র ২১৮ রান। একটাও হাফ সেঞ্চুরি নেই। এমন পারফরম্যান্স নিয়েও বিশ্বকাপে ভারতকে নেতৃত্বের সুযোগ পাওয়া যায়! এতেই অবাক দেশের ক্রিকেটপ্রেমীরা।
গম্ভীরের কোচিংয়ে এখনও অবধি ২৭টি টি-২০ খেলে ২৩টিতে জয়। তিনটি হার। এই স্ট্রাইক রেটই নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশের লড়াইয়ে ভারতকে এগিয়ে রাখছে। দুরন্ত ফর্মে অভিষেক শর্মা। সঙ্গে ওপেন করবেন সঞ্জু। ঈশান কিষানকে তিন নম্বরে নামানো হবে। চারে নামবেন সূর্য। মিডল অর্ডারে ভরসা হার্দিক, অক্ষর প্যাটেল। রিঙ্কু সিংকেও খেলানো হতে পারে। বুমরাহ বিশ্রাম কাটিয়ে ফেরায় শক্তি বাড়ছে বোলিংয়ে। হর্ষিত ওয়ান ডে সিরিজে ছন্দে ছিলেন। তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে। খেলতে পারেন অর্শদীপ। বরুণ চক্রবর্তীর সঙ্গে দেখা যেতে পারে কুলদীপকেও।
নিউজিল্যান্ড বিগত টি-২০ বিশ্বকাপের পর থেকে ২১টা টি-টোয়েন্টি খেলে মাত্র ১৩টিতে জিতেছে। ওয়ান ডে সিরিজের সাফল্য কিউইদের মনোবল অনেকটাই বাড়িয়ে দিয়েছে। অধিনায়ক মিচেল স্যান্টনার দীর্ঘদিন আইপিএলে খেলছেন। আজ খেলা শুরু সন্ধ্যা ৭টায়। সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টসে।