উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে বি সুদর্শন রেড্ডির নাম ঘোষণা করল INDIA জোট
সোমবার সন্ধ্যায় খড়্গের বাসভবনে উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী বাছাই নিয়ে বিরোধী শিবিরের বৈঠক বসে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৪৬: উপরাষ্ট্রপতি হিসেবে এনডিএ জোটের (INDIA bloc ) প্রার্থী সিপি রাধাকৃষ্ণনের বিরুদ্ধে ইন্ডিয়া জোট কাকে মনোনিত করবে তা নিয়ে জল্পনা চলছিল কয়েকদিন ধরেই। অবশেষে মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডির (B. Sudarshan Reddy) নাম ঘোষণা করেছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Congress president Mallikarjun Kharge)।
গত কয়েকদিন ধরে একাধিক নাম নিয়ে জল্পনা চলছিল। যেমন শোনা যাচ্ছিল ভারতীয় মহাকাশ সংস্থা (ইসরোর) এক বিজ্ঞানীকে দাঁড় করাচ্ছে ইন্ডিয়া জোট। আবার ইসরোর বিজ্ঞানী ছাড়াও উপ-রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিরোধীদের সম্ভাব্য প্রার্থী হিসেবে ডিএমকে নেতা তিরুচি শিবার নামও ঘোরাফেরা করছিল।
সোমবার সন্ধ্যায় খড়্গের বাসভবনে উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী বাছাই নিয়ে বিরোধী শিবিরের বৈঠক বসে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ফের কংগ্রেস সভাপতির বাড়িতে সংসদের সব বিরোধী দলের নেতাকে নিয়ে একটি বৈঠক ডাকা হয়েছিল। জল্পনা ছিল, ওই বৈঠকের পরেই আনুষ্ঠানিক ভাবে ইন্ডিয়া জোটের প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে। সেই মতো মঙ্গলবার দুপুরে প্রাক্তন বিচারপতি রেড্ডির নাম ঘোষণা করলেন খাড়গে।
খাড়গে বলেন, ‘‘প্রাক্তন বিচারপতি রেড্ডি ভারতের অন্যতম বিশিষ্ট এবং প্রগতিশীল আইনবিদ। দীর্ঘ এবং সম্মানীয় আইনি কর্মজীবনে তিনি অন্ধ্রপ্রদেশ হাই কোর্টের বিচারক হিসাবে, গুয়াহাটি হাই কোর্টের প্রধান বিচারপতি হিসাবে এবং পরে সুপ্রিম কোর্টের বিচারক হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচারের একনিষ্ঠ এবং সাহসী সমর্থক। তাঁর অনেক রায় পড়লে জানা যাবে যে তিনি কী ভাবে দরিদ্র মানুষের পক্ষ নিয়েছেন এবং সংবিধান ও মৌলিক অধিকার রক্ষা করেছেন।’’
অন্যদিকে উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের সমর্থন পেতে এবার মাঠে নামলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং! জানা গিয়েছে, উপরাষ্ট্রপতি পদপ্রার্থী সিপি রাধাকৃষ্ণণকে যেন প্রত্যকে দলই সমর্থন করেন, এই মর্মে বিরোধীদের কাছে মোদী অনুরোধ জানিয়েছেন। প্রধানমন্ত্রীর কথায়, রাধাকৃষ্ণন মাটির মানুষ। সারাজীবন বিতর্ক থেকে দূরে থেকেছেন। তাই উপরাষ্ট্রপতি পদের জন্য তিনি অনবদ্য। তবে বিরোধী জোটের তরফে প্রার্থীর নাম ঘোষণার পর বিষয়টি অন্যমাত্রা পেল। যার দিকে নজর থাকবে দেশবাসীর।