মহিলা সংরক্ষণকে হাতিয়ার করে মোদী বিরোধিতার অস্ত্রে শান INDIA জোটের

অনুষ্ঠানে সকলেই সুর চড়ান মোদী সরকারের বিরুদ্ধে।

October 15, 2023 | 2 min read
Published by: Drishti Bhongi
মহিলা সংরক্ষণকে হাতিয়ার করে মোদী বিরোধিতার অস্ত্রে শান INDIA জোটের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বছর ঘুরলেই লোকসভা ভোট, তার আগে রয়েছে পাঁচ রাজ্যের বিধানসভা ভোট। এই আবহে মহিলা অধিকার নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে চাপ বাড়াতে তৎপর ইন্ডিয়া জোট। মহিলা সংরক্ষণ আইন বাস্তবায়িত করার প্রশ্নে মোদী সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধী নেতৃত্ব। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রতিষ্ঠাতা প্রয়াত করুণানিধির জন্ম শতবর্ষ উপলক্ষ্যে বিশেষ মহিলা সম্মেলন আয়োজিত হয়েছিল। ইন্ডিয়া জোটের শরিক দলগুলোর নেত্রীরা সেখানে হাজির ছিলেন। সোনিয়া গান্ধী, কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী, তৃণমূল কংগ্রেসের সুস্মিতা দেব, এনসিপি ওয়ার্কিং প্রেসিডেন্ট সুপ্রিয়া সুলে, এসপি সাংসদ ডিম্পল যাদব, পিডিপি সুপ্রিমো মেহবুবা মুফতি, সিপিএম পলিটব্যুরো সদস্য সুভাষিনী আলি, আপ নেত্রী রাখি বিদলান, বিহারের মন্ত্রী লেসি সিং প্রমুখরা উপস্থিত ছিলেন সেখানে। ডিএমকে সাংসদ কানিমোঝি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে সকলেই সুর চড়ান মোদী সরকারের বিরুদ্ধে। তৃণমূলের সুস্মিতা দেব বলেন, ২০১৯ সালের লোকসভা ভোটে তাঁর দলনেত্রী ৪১ শতাংশ মহিলাকে প্রার্থী করেছিলেন। বাংলার ৪২টি আসনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ১৭টি আসনে মহিলাদের প্রার্থী করেন। ১৭ জন প্রার্থীর মধ্যে ন’জন জিতে সংসদে গিয়েছেন। এখন লোকসভায় প্রতি তিনজন মহিলা সাংসদের মধ্যে একজন তৃণমূল সাংসদ।

সুস্মিতা আরও জানান, দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজনৈতিক জীবনে তিনিও পুরুষতান্ত্রিক আক্রমণ ও সন্ত্রাসের শিকার হয়েছেন। ক্ষমতায় আসার পর অসংখ্য সামাজিক প্রকল্প গ্রহণ করেছে তাঁর সরকার, যার মূল উদ্দেশ্যে নারী ক্ষমতায়ণ।

মোদীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে তিনি বলেন, মোদীজি বেটি বাঁচাও বেটি পড়াও-র কথা মুখে বলেন। কিন্তু দেশে প্রতি ১৬ মিনিটে একজন ধর্ষিতা হন। মণিপুরে মহিলাদের নগ্ন করে প্যারেড করানো হয়। দেশে প্রতি চার মিনিটে একজন করে মহিলা বৈবাহিক জীবনে ‘ডোমেস্টিক ভায়োলেন্সের’ শিকার হন। দৈনিক ১৯ জন মহিলা পণপ্রথার জেরে প্রাণ হারান।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen