নভেম্বর থেকে বদলে যাচ্ছে ব্যাঙ্কের নিয়ম, গ্রাহকদের জন্য আসছে একাধিক নতুন সুবিধা

October 24, 2025 | 2 min read

Authored By:

Manas Modak Manas Modak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৪৮:  আগামী ১ নভেম্বর থেকে বদলে যাচ্ছে দেশের ব্যাঙ্কিং ব্যবস্থার বেশ কিছু নিয়ম। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের (Ministry of Finance) তরফে জানানো হয়েছে, ‘ব্যাঙ্কিং আইন সংশোধন ২০২৫’-এর অধীনে মনোনয়ন সংক্রান্ত বিধানগুলিতে এই পরিবর্তন আনা হয়েছে। মূলত গ্রাহকদের সুবিধা ও উত্তরাধিকার সংক্রান্ত স্বচ্ছতা বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এসবিআই-এর (SBI) তথ্য অনুযায়ী, এখন থেকে সমস্ত ডিপোজিট অ্যাকাউন্ট (Deposit Account), নিরাপদ হেফাজতে রাখা জিনিসপত্র এবং নিরাপদ ডিপোজিট ভল্টের ক্ষেত্রে নমিনি সুবিধা প্রযোজ্য হবে। তবে এই সুবিধা শুধুমাত্র ব্যক্তিগত ক্ষমতায় খোলা অ্যাকাউন্টের (Account) জন্যই প্রযোজ্য, যেমন একক বা যৌথ অ্যাকাউন্ট এবং একক মালিকানাধীন সংস্থার অ্যাকাউন্ট। প্রতিনিধিত্বমূলক ক্ষমতায় খোলা অ্যাকাউন্টের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য নয়।

নতুন নিয়ম অনুযায়ী, একজন গ্রাহক তাঁর ডিপোজিট অ্যাকাউন্টে সর্বাধিক চারজন ব্যক্তিকে মনোনীত করতে পারবেন। এই মনোনয়ন একসঙ্গে বা পর্যায়ক্রমে নির্ধারণ করা যেতে পারে। কোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ও সহজে দাবির প্রক্রিয়া সম্পন্ন করার সুবিধার্থেই এই ব্যবস্থা চালু করা হয়েছে।

আমানতকারীরা এখন তাঁদের ডিপোজিট অ্যাকাউন্টে নমিনি নির্ধারণের ক্ষেত্রে নিজের পছন্দ অনুযায়ী একযোগে বা পর্যায়ক্রমে মনোনয়ন করতে পারবেন। অর্থাৎ, একসঙ্গে একাধিক ব্যক্তিকে নমিনি করা যাব অথবা একজনের পর আরেকজনকে ধারাবাহিকভাবে মনোনীত করা যাবে। তবে নিরাপদ হেফাজতে রাখা জিনিসপত্র এবং ব্যাঙ্কের সুরক্ষা লকারের (Bank’s safety locker) ক্ষেত্রে এই নমিনেশন ব্যবস্থায় কিছু সীমাবদ্ধতা রয়েছে। এই ধরনের পরিষেবার জন্য শুধুমাত্র রেগুলার নমিনি (Regular nominee) অনুমোদিত হবে অর্থাৎ একযোগে বা ধারাবাহিক নমিনেশনের সুবিধা এখানে প্রযোজ্য নয়।

এই নতুন নিয়ম অনুযায়ী, একজন আমানতকারী তাঁর ডিপোজিট অ্যাকাউন্টে (Deposit Account) সর্বাধিক চারজন ব্যক্তিকে নমিনি হিসেবে নির্ধারণ করতে পারবেন। প্রতিটি নমিনির জন্য নির্দিষ্টভাবে অংশ বা অধিকারের শতাংশ নির্ধারণ করা যাবে, যাতে মোট সম্পদের ১০০ শতাংশের মধ্যে স্বচ্ছভাবে বণ্টন সম্ভব হয়। এই ব্যবস্থায় উত্তরাধিকার সংক্রান্ত জটিলতা কমবে এবং ক্লেম প্রক্রিয়া আরও সহজ ও নির্ভরযোগ্য হবে। এই মনোনয়ন ধারাবাহিকভাবে নির্ধারিত হলে, পরবর্তী নমিনি শুধুমাত্র পূর্ববর্তী নমিনির মৃত্যুর পরই আইনত ক্লেম করার অধিকার পাবেন।

নিরাপদ হেফাজতে রাখা জিনিসপত্র এবং ব্যাঙ্কের সুরক্ষা লকারের ক্ষেত্রেও নিয়মে পরিবর্তন এসেছে। এই ধরনের পরিষেবার ক্ষেত্রে শুধুমাত্র রেগুলার নমিনি অনুমোদিত হবে। অর্থাৎ, একযোগে বা ধারাবাহিক নমিনেশনের সুবিধা এখানে প্রযোজ্য নয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen