জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে ২৩ রানে জিতল ভারত

যশস্বী ৩৬ রানে, গত ম্যাচে শতরান করা অভিষেক ১০ রানে, রুতুরাজ ৪৯ রানে আউট হন।

July 10, 2024 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi
২৩ রানে জিতল ভারত

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বুধবার হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। শুভমন গিলের হাফ-সেঞ্চুরির সুবাদে টিম ইন্ডিয়া ২০ ওভারে চার উকেট হারিয়ে করে ১৮২ রান। ৬৬ রান করে আউট হন শুভমন। যশস্বী ৩৬ রানে, গত ম্যাচে শতরান করা অভিষেক ১০ রানে, রুতুরাজ ৪৯ রানে আউট হন।

এদিন ভারতীয় দলে চারটি পরিবর্তন হয়েছে। বিশ্বকাপের দলে থাকা যশস্বী জয়সওয়াল, শিবম দুবে ও সঞ্জু স্যামসন দলে ঢুকেছেন। নেওয়া হয়েছে খলিল আহমেদকেও। ফলে ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, সাই সুদর্শন ও মুকেশ কুমার বাদ পড়েছেন।

অন্যদিকে ৩৯ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পরেও জিম্বাবোয়েকে অল আউট করতে পারলেন না ভারতীয় বোলারেরা। জ়িম্বাবোয়ের নীচের সারির ব্যাটারেরা লড়াই করলেন। ২০ ওভারে ৬ উকেট হারিয়ে জিম্বাবোয়ে শেষ করল ১৫৯ রানে। ফলে ভারত ২৩ রানে জয়ী হল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen