করোনা সঙ্কট মেটাতে কেন্দ্র গত ১০-১৫ মাস ধরে কী করছিল, প্রশ্ন মাদ্রাজ হাইকোর্টের
এ বিষয়ে কেন্দ্র কি কোনও বিশেষজ্ঞের পরামর্শ নিয়েছে? করোনা সংক্রান্ত মামলায় প্রশ্ন মাদ্রাজ হাইকোর্টের।
April 30, 2021
|
< 1 min read
Authored By:

সঙ্কট মেটাতে গত ১০-১৫ মাস ধরে কী করছিল কেন্দ্রীয় সরকার? এপ্রিলে হঠাৎ কেন্দ্রীয় সরকার জেগে উঠল কেন? এখন উদ্যোগ নেওয়া হলে সেটা তো জুলাইয়ে কার্যকর হবে! কোভিড আবহে এবার কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল মাদ্রাজ হাইকোর্ট (Madras High Court)। করোনার দ্বিতীয় ঢেউ আসবে ভাবাই যায়নি, আদালতে জানাল কেন্দ্র। এ বিষয়ে কেন্দ্র কি কোনও বিশেষজ্ঞের পরামর্শ নিয়েছে? করোনা সংক্রান্ত মামলায় প্রশ্ন মাদ্রাজ হাইকোর্টের।