INDvsZIM: দ্বিতীয় টি২০-তে জিম্বাবুয়েকে ১০০ রানে হারাল ভারত, সিরিজ ১-১
আজ হারারেতে দ্বিতীয় টি২০ তে মুখোমুখি ভারত ও জিম্বাবুয়ে।
July 7, 2024
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ হারারেতে দ্বিতীয় টি২০ তে মুখোমুখি ভারত ও জিম্বাবুয়ে।
টসে জিতে ব্যাট করছে ভারত। নবাগত অভিষেক শর্মা ভারতের হয়ে প্রথম সেঞ্চুরি করে ফেললেন দ্বিতীয় ম্যাচেই। ৪৭ বলে ১০০ করে আউট হন অভিষেক। রুতুরাজ ৭৭ রানে অপরাজিত ও রিঙ্কু ২২ বলে ৪৮ রানে অপরাজিত থাকলেন। ২০ ওভারে ভারত ২ উইকেটে ২৩৪ রান।
জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে পরপর উইকেট হারাতে থাকে। ১৮.৪ ওভারে মাত্র ১৩৪ রানে অলআউট হয়ে যায় তারা। ভারতের হয়ে ৩টি করে উইকেট নেন মুকেশ কুমার ও আবেশ খান। ২টি উইকেট নেন বিষ্ণোই ও একটি উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। ১০০ রানে ম্যাচ জিতে নেয় ভারত ও সিরিজে সমতা ফিরিয়ে আনল।