ভারতীয় বিমান বাহিনীকে আরও শক্তিশালী করতে রাশিয়ার সঙ্গে ১০,০০০ কোটি টাকার মিসাইলের বড় চুক্তির পথে ভারত!

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:০০: ভারত ও রাশিয়ার মধ্যে আবারও বড়সড় প্রতিরক্ষা চুক্তির আলোচনা শুরু হয়েছে। এবার লক্ষ্য উন্নত মিসাইল ব্যবস্থা কেনা—যার আর্থিক মূল্য প্রায় ১০,০০০ কোটি টাকা। এই চুক্তি সম্পন্ন হলে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও মজবুত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই আলোচনা মূলত S-400 Triumf এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য প্রয়োজনীয় মিসাইল সরবরাহ ঘিরে।
Indian Air Force ইতিমধ্যেই এই আধুনিক সিস্টেম ব্যবহার করে পাকিস্তানের অন্তত ছয় থেকে সাতটি যুদ্ধবিমান ও একটি গুপ্তচর বিমান ধ্বংস করেছিল, প্রায় ৩০০ কিলোমিটার ভেতরে ঢুকে—যা ঘটেছিল ‘অপারেশন সিন্ধুর’ সময়ে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা একে ‘গেম চেঞ্জার’ বলে অভিহিত করেছেন। এয়ার ফোর্স এখন বিপুল পরিমাণে মিসাইল কিনে সেই সক্ষমতা আরও বাড়াতে চাইছে। এ নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা অনেক দূর এগিয়েছে।
আসন্ন ২৩ অক্টোবর Ministry of Defence (India)-এর অধীনে Defence Acquisition Council (India) বৈঠকে এই প্রস্তাব অনুমোদনের সম্ভাবনা রয়েছে। ২০১৮ সালে ভারত ও রাশিয়া পাঁচটি স্কোয়াড্রন সরবরাহের জন্য একটি চুক্তিতে সই করেছিল। ইতিমধ্যে তিনটি স্কোয়াড্রন এসেছে এবং কার্যকরও হয়েছে। বাকি দুই স্কোয়াড্রনের মধ্যে চতুর্থটির সরবরাহ বিলম্বিত হয়েছে Russian invasion of Ukraine-এর কারণে।
বর্তমান আলোচনায় শুধু S-400 নয়, উন্নতমানের S-500 air defence system কেনার বিষয়টিও রয়েছে। পাশাপাশি, দূরপাল্লার আকাশযুদ্ধে সক্ষমতা বাড়াতে নতুন এয়ার-টু-এয়ার মিসাইল কেনার দিকেও নজর দিচ্ছে ভারত। এ ছাড়াও, BrahMos সুপারসনিক ক্রুজ মিসাইল এবং এর বিভিন্ন সংস্করণের সক্ষমতা আরও উন্নত করার পথেও আলোচনা চলছে।
রাশিয়া ও ভারতের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে ঐতিহ্যগতভাবে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ভারতীয় বিমান বাহিনীর আঘাত হানার সক্ষমতার বড় অংশই রুশ প্রযুক্তি ও সরঞ্জামের উপর নির্ভরশীল। ডিসেম্বর মাসে ভারতে আসতে পারেন পুতিন। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে, এই সফরে সামরিক সহযোগিতা ও অস্ত্র সরবরাহ বড় আলোচ্য বিষয় হতে চলেছে।
এই চুক্তি বাস্তবায়িত হলে ভারতের প্রতিরক্ষা কাঠামো আরও শক্তিশালী হবে, বিশেষত আকাশপথে প্রতিপক্ষকে প্রতিহত করার ক্ষমতা একধাপ উপরে উঠবে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।ভারতীয় বিমান বাহিনীকে আরও শক্তিশালী করতে রাশিয়ার সঙ্গে ১০,০০০ কোটি টাকার মিসাইলের বড় চুক্তির পথে ভারত!