ন্যূনতম ম্যাচের শর্ত না মানায় ACL 2-র ডাইরেক্ট স্পট হারাল ভারত

January 15, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৩৫:  ২০২৫–২৬ মরসুমের ইন্ডিয়ান সুপার লিগ (ISL) নিয়ে সূচি ও ফরম্যাটের স্পষ্টতা এলেও, এশিয়ার মঞ্চে ভারতের জন্য বড় ধাক্কার খবর দিল এশিয়ান ফুটবল কনফেডারেশন (AFC)। বৃহস্পতিবার AFC জানিয়েছে, আগামী মরসুমে ভারতের কোনও ডাইরেক্ট জায়গা থাকছে না AFC চ্যাম্পিয়ন্স লিগ ২ (ACL 2)-এ।

এর আগে এশিয়ার ক্লাব প্রতিযোগিতায় ভারতের মোট দুটি কোটা ছিল—একটি সরাসরি গ্রুপ পর্বে খেলার সুযোগ এবং অন্যটি যোগ্যতা অর্জন পর্ব বা ইন্ডাইরেক্ট। ISL শিল্ডজয়ী দল পেত সরাসরি টিকিট, আর সুপার কাপ চ্যাম্পিয়ন পেত ইন্ডাইরেক্ট স্পট। কিন্তু এবার সেই সমীকরণ বদলে গেল।

১২ জানুয়ারি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF)-এর পাঠানো চিঠির জবাবে AFC স্পষ্ট জানিয়েছে, ন্যূনতম ম্যাচ ও মরসুমের সময়কাল সংক্রান্ত নিয়ম পূরণ না হওয়ায় ভারত সরাসরি কোনও আসন পাবে না। শুধুমাত্র জোনাল কোয়ালিফায়ারের মাধ্যমে ইন্ডাইরেক্ট স্পট পাওয়ার সুযোগ থাকবে।

কারণ, ২০২৫–২৬ মরসুমটি হবে সংক্ষিপ্ত। এই মরসুমে প্রতিটি দল লিগে খেলবে মাত্র ১৩টি ম্যাচ। বেশিরভাগ দল সুপার কাপে অন্তত তিনটি ম্যাচ খেললেও মোট ম্যাচসংখ্যা গিয়ে দাঁড়াচ্ছে প্রায় ১৬-তে, যা AFC-র নির্ধারিত ন্যূনতম ২৪ ম্যাচের শর্তের থেকে অনেকটাই কম। শুধু তাই নয়, মরসুমের দৈর্ঘ্যও আট মাসের কম হওয়ায় নিয়মভঙ্গ হয়েছে বলে জানিয়েছে AFC।

AFC-র ডেপুটি জেনারেল সেক্রেটারি শিন মান গিল AIFF-কে চিঠিতে জানিয়েছেন, নিয়ম পূরণ না হলে সংশ্লিষ্ট দেশের সব ডাইরেক্ট স্পট ইন্ডাইরেক্টে রূপান্তরিত হবে।

১৪ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ISL ২০২৫–২৬ মরসুম। ১৪টি দল অংশ নেবে, মোট ম্যাচ হবে ৯১টি। ইতিমধ্যেই সুপার কাপ জিতে একটি ইন্ডাইরেক্ট স্পট নিশ্চিত করেছে FC Goa। বাকি একটি স্পটের জন্য লড়াইয়ে থাকবে আরও ১২টি দল, কারণ মোহনবাগান সুপার জায়ান্টকে দুই মরসুমের জন্য AFC নিষিদ্ধ করেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen