৩ বছর পরে ঘরের মাঠে ওডিআই সিরিজ হার ভারতের,এই বিপর্যয়ের নেপথ্যে ‘ভিলেন’ কারা?

January 19, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৪৫: অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়েই মাঠে নেমেছিল ভারত। কিন্তু ঘরের মাঠেই কিউই চ্যালেঞ্জের সামনে ধাক্কা খেল টিম ইন্ডিয়া। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতে ইতিহাস গড়ল নিউজিল্যান্ড। এর ফলে প্রায় দীর্ঘ তিন বছর পর ঘরের মাঠে কোনও ওয়ানডে সিরিজ হারল ভারত। এর আগে শেষবার অস্ট্রেলিয়াই ভারতে এসে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল।

এই হার ঘিরে শুরু হয়েছে বিস্তর আলোচনা ও সমালোচনা। দলের একাধিক সিনিয়র ও গুরুত্বপূর্ণ ক্রিকেটারের পারফরম্যান্স নিয়ে উঠছে প্রশ্ন। ভারতীয় টিম ম্যানেজমেন্ট যখন এই সিরিজের হারের কারণ কাটা ছেড়ার দিকে নজর রাখছে তখন এই সিরিজ হারের নেপথ্যের ‘ভিলেন’দের দিকে নজর দেওয়াই স্বাভাবিক। এই সিরিজ হারের কয়েকটি বিশেষ কারণ নিচে আলোচনা করা হলো।

রোহিত শর্মার পাওয়ারপ্লেতে খারাপ ব্যাটিং

একসময়ের আগ্রাসী ওপেনার রোহিত শর্মা এই সিরিজে ছিলেন একেবারেই নিষ্প্রভ। তিন ম্যাচেই পাওয়ারপ্লেতে বড় প্রভাব ফেলতে ব্যর্থ হন তিনি। স্বাভাবিক ছন্দ ও আক্রমণাত্মক মানসিকতার অভাব স্পষ্ট ছিল তাঁর ব্যাটিংয়ে। যার ফলে অতিরিক্ত চাপ পড়ে শুভমন গিল ও বিরাট কোহলির উপর। সহকারী কোচ রায়ান টেন ডিসকাটেবলেন, রোহিত যেন এই সিরিজে “ক্রিকেটের বাইরে” ছিলেন।

দিশাহীন রবীন্দ্র জাদেজা

ব্যাটে-বলে নির্ভরযোগ্য জাদেজা এই সিরিজে কার্যত অদৃশ্য। মিডল ওভারে উইকেট তুলতে ব্যর্থ হন তিনি, রানের গতি আটকাতেও পারেননি। শেষ ওয়ানডেতে ৬ ওভারে ৪১ রান দিয়ে উইকেটশূন্য থাকা তার পুরো সিরিজের প্রতিচ্ছবি। ব্যাট হাতে ৪, ২৭ ও ১২ রানের ইনিংস ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলছে।

মিডল অর্ডারের ধস

সবচেয়ে বড় ধাক্কা আসে মিডল অর্ডার থেকে। তৃতীয় ম্যাচে ২৮/০ থেকে ৭১/৪—মাত্র ৯ ওভারে ম্যাচ কার্যত হাতছাড়া। শ্রেয়স আইয়ার ও কেএল রাহুল ব্যর্থ হওয়ায় বিরাট কোহলির দুরন্ত ১২৪ রানের ইনিংসও বৃথা যায়। নীতীশ কুমার রেড্ডির লড়াকু হাফ-সেঞ্চুরি যথেষ্ট ছিল না। এই সম্মিলিত ব্যর্থতাই সিরিজ হার নিশ্চিত করেছে ভারতের।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen