সূর্যকুমারের সেঞ্চুরি সত্ত্বেও ইংল্যান্ডের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচ হারল ভারত

টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড।

July 11, 2022 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi
ছবি সৌজন্যেঃ টাইমস অফ ইন্ডিয়া

রবিবার সিরিজের নিয়ম রক্ষার টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ইংল্যান্ডের ২১৬ রানের পাহাড় টপকাতে পারলো না ভারত। সূর্যকুমার যাদবের সেঞ্চুরি সত্ত্বেও ১৯৮-৯ এ শেষ হল টিম ইন্ডিয়ার ইনিংস। ১৭ রানে জয়ী হল ইংল্যান্ড।

টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড। সকলের নজর ছিল উমরান মালিকের দিকে। তিনি চার ওভারে ৫৬ রান দেন তিনি। ব্যক্তিগত ৭৭ রান করেন মালান। চতুর্থ উইকেটে লিয়াম লিভিংস্টোনের সঙ্গে ৮৪ রানের পার্টনারশিপ গড়েন তিনি। শেষে লিভিংস্টোনের ঝরে ইংল্যান্ডের ইনিংস শেষ হয় ২১৫ রানে।

অধিনায়ক রোহিতের সঙ্গে ইনিংস ওপেন করতে নেমে দ্বিতীয় ওভারেই ফিরে যান ঋষভ পন্থ। বিরাট কোহলি এবং রোহিত, দুজনেই করেন ১১ রান। তারপরে ৪৮ বলে সেঞ্চুরি করেন সূর্যকুমার। আর কোনও ব্যাটারই সেভাবে রান করতে পারেননি। ভারতের ইনিংস শেষ হয় ১৯৮ রানে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen