সেপ্টেম্বরের শেষে করবিভ্যাক্স ভ্যাকসিন পেতে চলেছে ভারত
সেপ্টেম্বরের শেষে সম্ভবত আরও একটি ভ্যাকসিন পেতে চলেছে ভারত।
Authored By:

করোনার প্রতিষেধক নিয়ে হাহাকারের মধ্যেই সুখবর। সেপ্টেম্বরের শেষে সম্ভবত আরও একটি ভ্যাকসিন পেতে চলেছে ভারত। হায়দরাবাদস্থিত বায়োলজিক্যাল ই লিমিটেড সংস্থার তৈরি এই ভ্যাকসিনের নাম করবিভ্যাক্স। স্বাস্থ্যমন্ত্রকের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, আরবিডি প্রোটিন সাব-ইউনিট প্ল্যাটফর্মের ভিত্তিতে বর্তমানে এর তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে। কেন্দ্রের কোভিড-১৯ ওয়ার্কিং গ্রুপের নেতৃত্বে থাকা ডাঃ এন কে অরোরা জানিয়েছেন, এর কার্যকারিতা আমেরিকান সংস্থা নোভাভ্যাক্সের তৈরি NVX-CoV2373-এর সমান। করোনার মাঝারি থেকে তীব্র সংক্রমণের ক্ষেত্রে এই ভ্যাকসিন অত্যন্ত কার্যকরী। সব মিলিয়ে করোনার মোকাবিলায় এর কার্যকারিতা ৯০.৪ শতাংশ। ডিসেম্বরের মধ্যেই করবিভ্যাক্সের ৩০ কোটি ডোজ তৈরি করা সম্ভব হবে বলে জানা গিয়েছে।