ভারত বনাম নিউজিল্যান্ড সিরিজের সূচি ঘোষণা, ইডেন গার্ডেন্স পেল একটি ম্যাচ
এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও সীমিত ওভারের ক্রিকেটের প্রাথমিক সূচি জানা গেল।

দু’বছর পর আবার আন্তর্জাতিক ক্রিকেট ইডেনে ফিরছে। বোর্ড সূত্রে যা জানা গিয়েছে, তাতে ২১ নভেম্বর ইডেনে ম্যাচ দেওয়া হয়েছে। আর এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও সীমিত ওভারের ক্রিকেটের প্রাথমিক সূচি জানা গেল।
দু’বছর আগে ইডেনে (Eden Gardens) দেশের মাঠে প্রথম গোলাপি বলে টেস্ট খেলেছিলেন বিরাট কোহলিরা। অস্ট্রেলিয়া সফরে গিয়েও দিন-রাতের টেস্ট খেলেছিল ভারত। শোনা যাচ্ছিল, এবার থেকে হয়তো প্রতিটা সিরিজেই একটা করে গোলাপি টেস্ট থাকবে। তবে আসন্ন নিউজিল্যান্ড সিরিজে কোনও দিন-রাতের টেস্ট থাকছে না।
টি-টোয়েন্টি বিশ্বকাপের (T-20 World Cup) পরপরই ভারত সফরে আসছে নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি আর টেস্ট সিরিজ খেলবে কেন উইলিয়ামসনের টিম। তবে ওই সিরিজে কোনওরকম গোলাপি টেস্ট থাকছে না। বিসিসিআই সূচি ঠিক করে ফেলেছে। ভারতীয় বোর্ডে খবর নিয়ে জানা গেল, খুব তাড়াতাড়ি সরকারিভাবে সূচি প্রকাশ করে দেওয়া হবে। যা ঠিক হয়েছে, তাতে দু’টো টেস্ট হবে। একটা কানপুর কিংবা লখনউয়ে। আর একটা মুম্বইয়ে। তবে দুটোর কোনওটাই সম্ভবত গোলাপি বলে অর্থাৎ দিন-রাতের হবে না। বিসিসিআই সূত্রে সে রকমই জানা গেল।
টেস্ট সিরিজ শুরু হবে সম্ভবত ২৫ নভেম্বর। কারণ এই সিরিজ শেষ করেই আবার ভারতীয় দল (Team India) দক্ষিণ আফ্রিকা সফরে উড়ে যাবে। ১৭ ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকায় সিরিজ শুরু হবে। দক্ষিণ আফ্রিকায় ভারতীয় দল তিন টেস্টের সিরিজ খেলবে। প্রথম টেস্ট জোহানেসবার্গে। তিন ম্যাচের টেস্ট সিরিজের পর থাকবে তিনটে ওয়ানডে। আর শেষে টি-টোয়েন্টি সিরিজ খেলে দেশে ফিরবেন বিরাট কোহলিরা।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ শুরুর আগে অবশ্য কেন উইলিয়ামসনের টিমের (New Zealand) বিরুদ্ধে টি-টোয়েন্টি খেলতে হবে ভারতীয় দলকে। সেই সিরিজের শেষ ম্যাচ হবে ইডেনে। গত বছর মার্চে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ হওয়ার কথা থাকলেও করোনার জন্য তা বাতিল হয়ে যায়। ইডেনে শেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল ২০১৯-এর নভেম্বরে। বাংলাদেশের বিরুদ্ধে দিন রাতের টেস্ট। সবমিলিয়ে প্রায় দু’বছর পর আবার আন্তর্জাতিক ক্রিকেট ফিরতে চলেছে ক্রিকেটের নন্দনকাননে।
যা শোনা যাচ্ছে, তাতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হতে পারে। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। রোহিত শর্মা, বিরাট কোহলিরা টানা খেলে আসছেন। দীর্ঘ ইংল্যান্ড সফর। তারপর আইপিএল। আইপিএল শেষ হতে না হতেই আবার টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাছাড়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে। তারপরই আবার দীর্ঘ দক্ষিণ আফ্রিকা সফর। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার পর প্রত্যেকটা টেস্ট সিরিজের এখন একইরকম গুরুত্ব। তাই ক্রিকেটাররা যাতে তরতাজা থাকতে পারেন, সেই ভাবনা থেকেই বেশ কিছু সিনিয়রকে বিশ্রাম দেওয়ার ভাবনা-চিন্তা চলছে।