India vs New Zealand, 3rd ODI: আজ ইন্দোরে সিরিজ নির্ধারক ম্যাচের লড়াইয়ে নামছে ভারত–নিউজিল্যান্ড

January 18, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৩৫: ভারত–নিউজিল্যান্ড সিরিজের নির্ধারক ম্যাচের আগে আত্মবিশ্বাসী ভারতীয় শিবির। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতীয় পেসার মহম্মদ সিরাজ স্পষ্ট জানিয়েছেন , দলের অন্দরমহলের পরিবেশ একেবারেই ইতিবাচক। সিনিয়র ক্রিকেটার ও কোচিং স্টাফদের পূর্ণ সমর্থনেই দল এগোচ্ছে বলে জানান তিনি। রবিবার ইন্দোরের হোলকর স্টেডিয়ামে আয়োজিত এই গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার প্রস্তুতিও রয়েছে বলে দাবি সিরাজের।

সিরাজ স্বীকার করেন, আগের ম্যাচে ফিল্ডিংয়ের কিছু ভুল দলের জন্য ব্যয়বহুল হয়েছে। তাঁর মতে, কয়েকটি সহজ সুযোগ হাতছাড়া না হলে ম্যাচের ফল ভিন্ন হতে পারত। পাশাপাশি তিনি কৃতিত্ব দেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলকে, যিনি পাওয়া সুযোগের সদ্ব্যবহার করে দলের ভিত মজবুত করেন। স্পিন ও পেস—দু’ধরনের বোলিংয়ের বিরুদ্ধেই মিচেলের ব্যাটিং প্রশংসনীয় ছিল বলে মন্তব্য সিরাজের।

সিরিজের পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে ভারতীয় পেসার বলেন, সামগ্রিকভাবে দল ভালো ক্রিকেটই খেলেছে। প্রথম ম্যাচে ব্যাটিং ও বোলিং—দু’দিকেই ভারত দাপট দেখায়। দ্বিতীয় ম্যাচে শুরুতেই উইকেট হারালেও প্রায় ২৮০ রান তুলতে সক্ষম হয় দল। কেএল রাহুল ও রবীন্দ্র জাডেজার জুটিকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি তরুণ নীতীশ কুমার রেড্ডির অবদানও তুলে ধরেন সিরাজ।

রবীন্দ্র জাডেজার ফর্ম নিয়ে ওঠা প্রশ্ন উড়িয়ে দিয়ে সিরাজ বলেন, জাডেজার বোলিং নিয়ে কোনও চিন্তার কারণ নেই। তাঁর মতে, একটি উইকেটই বদলে দিতে পারে গোটা পরিস্থিতি। একবার সাফল্য এলে জাডেজা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। সিরাজের কথায়, এই ম্যাচে আরও ভালো প্রস্তুতি নিয়ে নামছে ভারত এবং ড্যারিল মিচেলকে দ্রুত ফেরানোর পরিকল্পনাও তৈরি রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen