India vs England T20: আজ চেন্নাইয়ে ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাতে মরিয়া ইংল্যান্ড
টি-২০ বিশ্বকাপের পর ভারতীয় দল তারকাহীন। কোহলি, রোহিত, জাদেজারা অবসর নিয়েছেন এই ফরম্যাট থেকে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভারত এবং ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ শুরু হয়ে গিয়েছে। সিরিজের প্রথম ম্যাচটা কলকাতায় আয়োজন করা হয়েছিল। এই ম্যাচটা জিতে টিম ইন্ডিয়া আপাতত ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। আজ অর্থাৎ শনিবার দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে চেন্নাইয়ে।
মহম্মদ সামির কামব্যাক রহস্য বজায় রেখেই শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে নামছে ভারত। ইডেনে দাপুটে জয় টিম ইন্ডিয়াকে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রেখেছে। এবার চিপকে ব্যবধান বাড়ানোর হাতছানি। সেই লক্ষ্যে সূর্যকুমাররা কতটা সফল হন, সেটাই দেখার।
আসলে এই ইংল্যান্ড দলকে দেখে মনে হচ্ছে কাগুজে বাঘ। যত লম্ফঝম্প মাঠের বাইরে। ম্যাচে নেমে ভারতীয় স্পিনারদের সামনে দাঁড়াতে পারেননি ইংরেজ ব্যাটসম্যানরা। শুধু তো স্পিন নয়, অর্শদীপ সিংয়ের সুইং সামলাতেও নাজেহাল হন ইংল্যান্ডের দুই ওপেনার। চিপকে স্পিনারদের দাপট প্রত্যাশা করা হচ্ছে। তাই বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেলের সঙ্গে রবি বিষ্ণোই কিংবা ওয়াশিংটন সুন্দরকে খেলানোর সম্ভাবনা প্রবল। একমাত্র স্পেশালিস্ট পেসার হিসেবে অর্শদীপকে নিয়ে গত ম্যাচে নিমেছিল টিম ইন্ডিয়া। ধোনিদের গড়ে সেই কৌশল বদল হওয়ার সম্ভাবনা কম। সেক্ষেত্রে সামির অপেক্ষা বাড়তে পারে। ১৪ মাস পর জাতীয় দলে কামব্যাক হলেও ভারতের তারকা পেসার সিরিজের কোন ম্যাচে খেলবেন, সেটা বলা কঠিন। আসলে তাঁর ফিটনেস নিয়ে কিছু সমস্যা রয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তাই ঝুঁকি নিতে চাইছেন না কোচ গৌতম গম্ভীর। সামিকে সময় দেওয়া হচ্ছে আরও সুস্থ হয়ে ওঠার জন্য। তাই পেসার অলরাউন্ডার হিসেবে হার্দিকের দায়িত্ব অনেক বেশি। তৃতীয় পেসার হিসেবে ভাবা হচ্ছে নীতীশ রেড্ডিকে। ব্যাটিংও ভালো করেন। ফিল্ডিং অতুলনীয়। সেই কারণে এই ম্যাচেও নীতীশের খেলার সম্ভাবনা রয়েছে।
টি-২০ বিশ্বকাপের পর ভারতীয় দল তারকাহীন। কোহলি, রোহিত, জাদেজারা অবসর নিয়েছেন এই ফরম্যাট থেকে। সেই সুযোগ কাজে লাগাচ্ছেন সঞ্জু স্যামসন, অভিষেক শর্মারা। ইডেনে লো স্কোরিং ম্যাচেও ঝলসে উঠেছিল তাঁদের ব্যাট। চিপকেও সঞ্জু, অভিষেকই হয়তো ওপেন করবেন। তাঁদের উপর আস্থা রয়েছে টিম ম্যানেজমেন্টের। আসলে পরের বছর দেশের মাটিতে টি-২০ বিশ্বকাপ। সেকথা মাথায় রেখেই কোচ গৌতম গম্ভীর দল গুছিয়ে নিতে চাইছেন। ওপেনিং স্লটে সঞ্জু, অভিষেকদের জায়গা অনেকটাই সুরিক্ষত। তবে শুক্রবার প্র্যাকটিসের সময় গোড়ালি মচকেছে অভিষেকের। একান্তই তিনি খেলতে না পারলে সঞ্জুর সঙ্গী হবেন তিলক ভার্মা। পাশাপাশি অধিনায়ক সূর্যকুমারের অফ ফর্ম কিছুটা হলেও চিন্তায় রাখছে ভারতীয় শিবিরকে। গত চারটির মধ্যে তিনটি ইনিংসে তিনি রান পাননি। ইডেনেও ফিরতে হয়েছিল খালি হাতে। স্বাভাবিকভাবে এই ম্যাচে সূর্য থাকবেন ফোকাসে। তবে টিম ইন্ডিয়ার মিডল অর্ডারকে ভরসা দিচ্ছেন তিলক ভার্মা। মুম্বই ইন্ডিয়ান্সের এই বাঁ হাতি ব্যাটসম্যান গত সিরিজেও দুর্দান্ত পারফরম্যান্স মেলে ধরেছিলেন। রিঙ্কু সিংও বিগ হিটার। প্রয়োজনে ধরেও খেলতে সক্ষম। তবে প্রয়োজন অনুযায়ী ভারতের ৩-৭ নম্বর ব্যাটিং অর্ডারে মাঝে মধ্যেই বদল চোখে পড়ছে। সেই কারণে ওপেনার ছাড়া কারও ব্যাটিং অর্ডারই নিশ্চিত নয়।
ভুল শুধরে ইংল্যান্ডও ঘুরে দাঁড়াতে মরিয়া। গত ম্যাচে এক স্পিনার খেলিয়ে বড় ভুল করেছিল বাটলার বাহিনী। শনিবার তাই আদিল রশিদের সঙ্গে লেগ স্পিনার রেহান আমেদকে খেলানোর সম্ভাবনা ছিল। কিন্তু সেই পথে হাঁটলেন না বাটলাররা। ম্যাচের চব্বিশ ঘণ্টা আগেই প্রথম একাদশ জানিয়ে দিয়েছে ইংল্যান্ড। একমাত্র অ্যাটকিনসনের পরিবর্তে ব্রাইডন কার্স দলে এসেছেন। ইংল্যান্ডের ব্যাটিং খুবই শক্তিশালী। ফিল সল্ট আইপিএলের সুবাদে পরিচিত মুখ। তিনি ঝড় তুললে থামানো কঠিন।
অন্যদিকে অ্যাকুওয়েদার থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, আজ দ্বিতীয় ম্যাচে আকাশ একেবারে পরিষ্কার থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বললেই চলে। শনিবার চেন্নাইয়ের সর্বাধিক তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। এই পরিস্থিতিতে দুই দলের দর্শকেরাই ৪০ ওভারের ম্যাচ উপভোগ করতে পারবেন।