আয়ারল্যান্ডে বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামছে ভারত, লক্ষ্য বিশ্বকাপের খেলোয়াড় গড়া

দীপক হুদার ব্যাটিং, বল হাতে ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহালের পারফরমেন্সের উপর ভরম করে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে সাত উইকেটে জিতেছিল ভারত।

June 28, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌঃ BCCI/Twitter

মঙ্গলবার ২৮ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের সিরিজের দ্বিতীয় তথা শেষ টি-২০ ম্যাচে নামছে ভারত। রবিবার ২৬ জুন সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে দুঘণ্টারও বেশি দেরিতে শুরু হয়েছিল। সময় বাঁচতে শেষ পর্যন্ত ১২ ওভারের ম্যাচ হয়, যদিও জয়ের হাসি হাসছিল টিম ইন্ডিয়া।

দীপক হুদার ব্যাটিং, বল হাতে ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহালের পারফরমেন্সের উপর ভরম করে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে সাত উইকেটে জিতেছিল ভারত। ফিল্ডিং করার সময় কাফ মাসলে চোট পাওয়ায় ঋতুরাজ গায়কোয়াড় ওপেন করতে নামেননি। ১৬ বল বাকি থাকতেই সিরিজের প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত।

এই ম্যাচেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল উমরান মালিকের। ২২ বছর বয়সি এই পেসার এক ওভারে ১৪ রান দেন। যদিও অধিনায়ক হার্দিক তার পাশেই দাঁড়িয়েছে। চোট সারিয়ে সূর্যকুমার যাদবের আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন সুখকর হয়নি, প্রথম বলেই ফেরেন তিনি।

আয়ারল্যান্ডের হ্যারি টেক্টরের ঝোড়ো ব্যাটিংয়ে ক্রিকেটপ্রেমীদের মুগ্ধ করেছে। হ্যারির অপরাজিত ৬৪ রানে ভর করেই দলের রান সেঞ্চুরির গণ্ডি পেরিয়েছিল। ভারত অধিনায়ক হার্দিক নিজের ব্যাটই উপহার দিয়েছেন তাকে। তবে বিশ্বকাপের কথা ভেবেই এগোচ্ছে ভারত। আন্তর্জাতিক মঞ্চে নামার আগে, রেজার্ভ বেঞ্চের জোর দেখে নিতে চাইছে টিম ম্যানেজমেন্ট। যাদেরকে বিশ্বকাপ দলে রাখার কথা ভাবা হচ্ছে, তাদেরকেই আগামী ম্যাচগুলিতে বেশি বেশি করে খেলানো হচ্ছে। আগামী বিশ্বকাপের জন্যে খেলোয়াড় তৈরি করতে শুরু করছে ভারত। ঋতুরাজ গায়কোয়াড় চোট পাওয়ায় সঞ্জু স্যামসনের দলে ফেরার সম্ভাবনা দেখা গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen