১৭-র পরিবর্তে ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে প্রথম ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট

করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগের মাঝে খেলতে গেলেও, ১৭-র পরিবর্তে ২৬ ডিসেম্বর হবে প্রথম টেস্ট

December 4, 2021 | 2 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

দক্ষিণ আফ্রিকা(India vs South Africa) সফর পিছোল এক সপ্তাহ । করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগের মাঝে খেলতে গেলেও, ১৭-র পরিবর্তে ২৬ ডিসেম্বর হবে প্রথম টেস্ট । শনিবার শহরে বোর্ডের বার্ষিক সাধারণ সভায়(BCCI AGM) চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহন করেছেন বোর্ড কর্তারা।

দক্ষিণ আফ্রিকায় নতুন করোনা ভ্যারিয়েন্টের দেখা মেলার পর থেকেই উদ্বেগটা বাড়তে শুরু করেছিল। দক্ষিণ আফ্রিকা থেকে করোনার এই নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রণ ছড়িয়ে পড়েছিল আরও বেশ কিছু দেশে| যা নিয়ে কয়েকদিন আগে থেকেই সতর্ক হতে শুরু করছিল ভারত সরকার ।

এরপর ভারতেও সেই নতুন ভ্যারিয়েন্ট প্রবেশ করেছিল। যার ফলে ভারত সরকার আন্তর্ডাতিক বিমান যাত্রার ওপর আরও বেশি কড়াকড়ি আরোপ করেছে| এই পরিস্থিতিতেই বিরাট কোহলিদের দক্ষিণ আফ্রিকা সফর| সিরিজ হওয়া নিয়ে শুরু হয়েছিল জল্পনা|

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে প্রথম টেস্ট হওয়ার কথা| আর সেখানেই প্রথম দেখা গিয়েছিল করোনার এই নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রণ| সিরিজ নিয়ে অনিশ্চয়তা শুরু হয়ে গিয়েছিল| যদিও দক্ষিণ আফ্রিকা বোর্ড ও সরকারের তরফে ভারতীয় দলের জন্য নিরাপদ বায়োবাবল রাখার আশ্বাস দেওয়া হয়েছিল|

বোর্ড কর্তারাও শেষপর্যন্ত পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন| শনিবার শহরে বোর্ডের ৯০তম বার্ষিক সাধারণ সভা হয়ে গেল| সেখানে প্রধান আলোচ্য বিষয়ই ছিল ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজ| সমস্ত দিক বিচার বিবেচনা করে দল পাঠানোর ব্যপারে গ্রীন সিগনালই দিয়েছে বোর্ড| তবে ১৭ ডিসেম্বর নয়, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করে এক সপ্তাহ সিরিজ পিছোনর সিদ্ধান্ত নিয়েছেন বোর্ড কর্তারা| ক্রিকেটারদের বায়োবাবলে রাখা এবং কোয়ারেন্টাইন ব্যবস্থার সময়ের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত|

১৭ ডিসেম্বর শুরু হওয়ার কথা ছিল ভারতের সিরিজ| শেষপর্যন্ত তা এক সপ্তাহ পিছিয়ে ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে টেস্ট সিরিজ| তবে সেটা জোহানেসবার্গ নাকি সেঞ্চুরিয়নে হবে তা আগামী ৪৮ ঘন্টার মধ্যে ঠিক হবে|

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen