মহিলাদের ক্রিকেটে ভারত ও দক্ষিণ আফ্রিকার মুখোমুখি রেকর্ড: কে এগিয়ে, কে পিছিয়ে?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:০০: আগামীকাল ভারত ও অস্ট্রেলিয়া মহিলাদের বিশ্বকাপের ফাইনাল। তার আগে একবার চোখ রাখা যাক দুই দলের মুখোমুখি পরিসংখ্যানে।ভারত ও দক্ষিণ আফ্রিকার মহিলা দল আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম মুখোমুখি হয় ১৯৯৭ সালে। তারপর থেকে আজ পর্যন্ত দুই দল মোট ৫৮টি ম্যাচে একে অপরের বিরুদ্ধে খেলেছে—ওয়ানডে, টি-টোয়েন্টি ও টেস্ট মিলিয়ে। পরিসংখ্যান বলছে, প্রোটিয়াদের তুলনায় ভারতীয় মহিলা দলই এগিয়ে আছে প্রায় সব ফরম্যাটেই।
ওয়ানডেতে (১৯৯৭-২০২৫) দুই দল মুখোমুখি হয়েছে ৩৪ বার। এর মধ্যে ভারত জিতেছে ২০টি ম্যাচ, দক্ষিণ আফ্রিকা জিতেছে ১৩টি, আর একটি ম্যাচ ফলাফলবিহীন ছিল। অর্থাৎ, ভারতের জয়ের হার প্রায় ৫৯ শতাংশ। টি-টোয়েন্টি ফরম্যাটে (২০১৪-২০২৪) ব্যবধান কিছুটা কম। এখানে ২১ ম্যাচে ভারত জিতেছে ১০টি, দক্ষিণ আফ্রিকা ৬টি, আর ৫টি ম্যাচ বৃষ্টির কারণে বা অন্য কারণে পরিত্যক্ত হয়েছে। টেস্টে (২০০২-২০২৪) ভারত একেবারে অপরাজিত—তিনটি টেস্টের সবকটিতেই জয় ভারতের দখলে।
ওয়ানডে বিশ্বকাপে দুই দলের মুখোমুখি হওয়া সাতবারের মধ্যে ভারত জিতেছে পাঁচবার। তবে সাম্প্রতিক বছরগুলোয় দক্ষিণ আফ্রিকাও নিজেদের শক্তি প্রমাণ করেছে—২০১৭ ও ২০২২ সালের দুই আসরেই তারা ভারতকে হারিয়েছে। যদি ২০১৭ সালের যোগ্যতা পর্বের দুটি ম্যাচ বাদ দিই, তাহলে মূল বিশ্বকাপ পরিসংখ্যানে ভারত ৩-২ ব্যবধানে এগিয়ে।
অদ্ভুত হলেও সত্যি, মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে (এখন পর্যন্ত ৯টি আসর) ভারত ও দক্ষিণ আফ্রিকা একবারও মুখোমুখি হয়নি! ২০২৬ সালের বিশ্বকাপে হয়তো এই প্রতীক্ষিত লড়াইটা দেখা যেতে পারে।
মোটের ওপর, পরিসংখ্যান ও পারফরম্যান্স—দুই দিক থেকেই ভারত মহিলাদের দল এখনো এগিয়ে। তবে দক্ষিণ আফ্রিকা সাম্প্রতিক সময়ে ধারাবাহিক উন্নতি করছে। ফলে আগামী দিনের ভারত-দক্ষিণ আফ্রিকা লড়াইগুলো নিঃসন্দেহে আরও রোমাঞ্চকর হতে চলেছে।