IND vs WI: ১৪০ রানে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট জয় ভারতের

Day 3:
১৩:৪০: ১৪৬ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ
১৩:৩০: জাদেজার বলে আউট হয়ে ফিরলেন লেইন
১৩:০৫: ৩৭ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ৯৮-৮
১৩:০০: আরও একটি উইকেট সিরাজের ঝুলিতে,সাজঘরে ফিরলেন জমেল ওয়ারিক্কান
১২:৫৫: আরও একটি উইকেট, সিরাজ ফেরালেন জাস্টিনকে
১২:৪৫: ওয়াশিংটন সুন্দরের বলে আউট হয়ে ৩৮ রান করে সাজঘরে ফিরলেন অলিক
১২:৩০: ৩৫ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ৯২-৫ উইকেটের বিনিময়
১১:৪৫: দ্বিতীয় ইনিংসে ২৭ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ৬৬-৫ উইকেটের বিনিময়
১১:০০: জাডেজার বলে আউট হোপ। ওয়েস্ট ইন্ডিজ ৪৬/৫
১০:৫৫: চেজকে ফেরালেন কুলদীপ। ওয়েস্ট ইন্ডিজ ৩৫/৪
১০:৪৫: জাডেজার বলে আউট কিং। ওয়েস্ট ইন্ডিজ ৩৪/৩
১০:২৫: ক্যাম্পবেলকে ফেরালেন জাডেজা। ওয়েস্ট ইন্ডিজ ২৪/২
১০:০০: সিরাজের বলে ক্যাচ দিয়ে আউট তেজনারাইন। ওয়েস্ট ইন্ডিজ ১২/১
০৯:৩০: তৃতীয় দিনের শুরুতেই ডিক্লেয়ার দিল ভারত।
Day 2:
১৬:৫১: দ্বিতীয় দিনের শেষে ভারত ৪৪৮/৫। ওয়েস্ট ইন্ডিজ়ের থেকে ২৮৬ রানে এগিয়ে ভারত
১৬:৩৬: ১০০ করলেন রবীন্দ্র জাদেজা
১৬:২৬: ১২৫ রান করে আউট ধ্রুব জুরেল
১৬:০৩: শতরান পূরণ করলেন ধ্রুব জুরেল
১৫:১৭: ১০৫ ওভার শেষে ভারতের রান ৩৪৪-৪ উইকেটের বিনিময়, ক্রিজে রয়েছেন জাদেজা(৫৯) জুরেল (৭৭)
১৪:৫৪: দ্বিতীয় দিনে ১০০ ওভার শেষে ভারতের রান সংখ্যা ৩৩৫-৪ উইকেটের বিনিময়, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৭৩ রানের ব্যবধানে এগিয়ে ভারত
১৪:১২: ৯৫ ওভার শেষে ভারতের রান ৩২৬-৪ উইকেটের বিনিময়, ক্রিজে রয়েছেন জাদেজা(৫০) জুরেল (৬৮)
১৩:৫৮: নিজের অর্ধ শতরান পূর্ণ করলেন রবীন্দ্র জাদেজা
১৩:৫৬: ৯০ ওভার শেষে ভারতের রান ৩১১- ৪ উইকেটের বিনিময়, ক্রিজে রয়েছেন জাদেজা(৪১) জুরেল (৬২)
১৩:৩৬: ৩০০ রান সম্পূর্ণ ভারতের
১৩:২৮: ৮৫ ওভার শেষে ভারতের রান ২৮৭- ৪ উইকেটের বিনিময়, ক্রিজে রয়েছেন জাদেজা(৩০) জুরেল (৫৩)
১৩:২১: ৫০ রান করলেন ধ্রুভ জুরেল
১৩:১৫: ৮০ ওভার শেষে ভারতের রান ২৬৬- ৪ উইকেটের বিনিময়, ক্রিজে রয়েছেন জাদেজা(২৬) জুরেল (৩৬)
১১:২৫: সেঞ্চুরি করলেন রাহুল
১১:০০: ৫০ রান করে আউট হলেন অধিনায়ক গিল, ভারত ১৯২/৩
১০:২৫: ওয়েস্ট ইন্ডিজকে টপকে প্রথম ইনিংসে লিড নিল গিল, রাহুলরা।
১০:১৯: রাহুল ৭১*, গিল ৩৪*, ভারতের স্কোর ১৫৯/২
১০:১২: ১৫০ রান সম্পূর্ণ করল ভারত
১০:০০: ৪৪ ওভারে ভারত ১৪০/২
৯:৫০: ভারতের স্কোর ১৩৬/২
৯:৩০: দ্বিতীয় দিনের খেলা শুরু
Day 1:
১৭:২৯: প্রথম দিনের খেলা শেষ। কেএল রাহুলের অর্ধশতরান সহ ভারত ১২১-২, ওয়েস্ট ইন্ডিজের থেকে ৪১ রানে পিছিয়ে।
১৬:৪০: চেজের বলে আউট হলেন সুদর্শন, ভারত হারাল দ্বিতীয় উইকেট। স্কোর ৯৪-২।
১৬:০৩: যশস্বী আউট, প্রথম উইকেট হারাল ভারত, স্কোর ৬৮-১।
১৬:০০: ভারতের ওপেনার যশস্বী ও রাহুল বাউন্ডারি হাঁকালেন, স্কোর ৬৮-০।
১৫:৪১: আহমেদাবাদে বৃষ্টি বেশি স্থায়ী হয়নি। থেমে গিয়ে হালকা রোদ উঠেছে এবং তৃতীয় সেশন শুরু হয়েছে। ভারতের স্কোর: ৩০-০।
১৫:২৪: আহমেদাবাদে বৃষ্টি নামায় তৃতীয় সেশন বন্ধ। কভার দিয়ে পিচ ঢাকা হয়েছে, পুরো মাঠ ঢাকার প্রস্তুতি চলছে। ভারতের স্কোর: ২৩-০।
১৫:১৭: ভারতের ওপেনার যশস্বী ও রাহুল ধীরস্থিরভাবে খেলছেন, স্কোর: ২৩-০।
১৩:৫৬: দু’টি সেশনও টিকল না ক্যারিবীয় ব্যাটিং। ১৬২ রানে গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। শেষ উইকেট নিলেন কুলদীপ, রিভার্স সুইপে ব্যর্থ ওয়ারিকান জুরেলের হাতে ধরা পড়লেন।
১৩:৩৬: জোহান লেনকে ফিরিয়ে দিলেন বুমরাহ।
১৩:২৮: গ্রিভসকে ফেরালেন বুমরাহ। ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১৫০-৮।
১৩:২১: আউট চেজ, ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১৪৪-৭।
১২:১৬: সিরাজের তিন উইকেট, কুলদীপের ফাঁদে হোপ আউট: ৯০ রানে ৫ উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ
১০:৩৪: সিরাজের বলে অ্যাথানেজ স্লিপে রাহুলের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন, ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৪২/৪।
১০:২৬: সিরাজের বলে ১৩ রানে ফিরলেন কিং। ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৩৯/৩।
১০:১৫: ক্যাম্পবেলকে ফেরালেন বুমরাহ, দ্বিতীয় উইকেটের পতন ওয়েস্ট ইন্ডিজের
০৯:৫০ সিরাজের বলে জুরেলের হাতে ক্যাচ তুলে প্রথম উইকেট হারালো ওয়েস্ট ইন্ডিজ। ফিরলেন ত্যাগনারায়ন চন্দ্রপল। স্কোর ১২/১।
ওয়েস্ট ইন্ডিজের প্রথম একাদশ: তেগনারিন চন্দ্রপল, জন ক্যাম্পবেল, অ্যালিক অ্যাথানাজে, ব্র্যান্ডন কিং, শাই হোপ (উইকেটকিপার), রস্টন চেজ (অধিনায়ক), জাস্টিন গ্রিভস, জোমেল ওয়ারিকান, খারি পিয়ের, জোহান লেইন, জেডেন সিলস
ভারতের প্রথম একাদশ: যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, শুভমন গিল, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর, নীতীশ রেড্ডি, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ।